ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

প্রবাস

বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকির প্রশংসায় মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট

মালদ্বীপ প্রতিনিধি

(৫ মাস আগে) ১ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৯:৫২ পূর্বাহ্ন

mzamin

বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকির প্রশংসা করলেন মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট।  শুক্রবার (২৯শে নভেম্বর) মালদ্বীপের গিয়াউদ্দিন ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে জমকালো আয়োজনে মধ্য দিয়ে এমআই ইন্টারন্যাশনাল কলেজের ১৮তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। মালদ্বীপের দ্বিতীয় স্থানে অবস্থিত মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম এই প্রশংসা করেন।


প্রবাসী বাংলাদেশি এই শিক্ষা উদ্যোক্তা ও এম আই কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সিআইপি আহমেদ মোত্তাকি'র সভাপতিত্বে উক্ত সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশটির সাবেক উচ্চ শিক্ষা পরিষদের সদস্য ড. রাশেদা মোহাম্মদ দিদি, শ্রীলংকার অ্যাডভান্সিং বিজনেস এডুকেশন এর রিজিওনাল ডিরেক্টর প্রবিন মাহিন্দ্রা।

চলতি বছরে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান মালদ্বীপের শীর্ষস্থানীয় বেসরকারি এই কলেজের ১৭টি ব্রাঞ্চের ৪টি ফ্যাকাল্টিতে ৪৭ জনকে ব্যাজ পরানো হয়। প্রায় ৩০০০ শিক্ষার্থীর মধ্যে ২৯৪ জন গ্রাজুয়েট সহ ১০৫০ ছাত্র-ছাত্রী বিভিন্ন ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়েছে। আন্তর্জাতিক মানের এই কলেজটির কৃষি বিষয়ক কোর্সটি মালদ্বীপের রাষ্ট্রপতি কর্তৃক পুরস্কার প্রাপ্তি।

প্রধান অতিথি, ফয়সাল নাসিম তার বক্তব্যে, ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়া বাংলাদেশি আহমেদ মোক্তাকির এমআই কলেজটি মালদ্বীপের শিক্ষা প্রসারে গুরুত্ব অবদানের কথা উল্লেখ করেন। এবং স্নাতক উত্তীর্ণ সব শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের তাদের অর্জিত শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করে নিজ দেশ এবং বিশ্বের কল্যাণে অবদান রাখার জন্য অনুপ্রেরণা প্রদান করেন।


শিক্ষা উদ্যোক্তা আহমেদ মুত্তাকী তার বক্তব্যে বলেন,  প্রতিষ্ঠার ১৮ বছরে শিক্ষাক্ষেত্রে অনেক সফলতা অর্জন করেছেন মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজ। তবে কৃষি কোর্স পরিচালনা ও কৃষি গবেষণায় তাদের সাফল্য চোখে পড়ার মত। আগামীতে কলেজটিকে একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ের রুপান্তর করা সহ শিক্ষা খাতে বাংলাদেশ- মালদ্বীপের সম্পর্ক দীর্ঘ করার প্রত্যাশা ব্যক্ত করেন।  


মালদ্বীপ প্রবাসী মো: শাহাবাজ  বলেন, বিদেশের মাটিতে দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।  যার ফলেই রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির পাশাপাশি  ভিনদেশে আমাদের সুনাম অর্জনের এক মাইলফলক। পরে শীর্ষ মেধাবী ছাত্রছাত্রীদের প্রতি ডিগ্রি ও পদক বিতরণ করেন। সবশেষে ফটোসেশন এবং রিফ্রেশমেন্টের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সমাবর্তন শেষ হয়।

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

ঐকমত্য কমিশনে মতামত জমা শেষে সালাহ উদ্দিন আহমেদ/ সংবিধানে ৭১’র সঙ্গে ২৪’কে একই কাতারে আনা সমুচিত নয়

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status