ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

প্রবাস

প্রবাসীদের সম্মানে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো ফার্স্ট এচিভার্স অ্যাওয়ার্ড ২০২৪

আরিফুল ইসলাম, মালয়েশিয়া

(৫ মাস আগে) ১ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১:৩২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

mzamin

প্রবাসীদের সম্মানে প্রথমবারের মতো মালয়েশিয়ার মাটিতে অনুষ্ঠিত হলো মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীদের নিয়ে ফার্স্ট এচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৪।

৩০ নভেম্বর, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে, কুয়ালালামপুরের জি টাওয়ারের বলরুমে অনুষ্ঠিত হয় ফার্স্ট এচিভার্স অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি। ভয়েস এশিয়ান আয়োজিত উক্ত অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বসবাসরত বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটির প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার, গবেষক, এলিট প্রবাসী, ব্যবসায়ী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও চাকুরীজীবীসহ গর্বের রেমিটেন্স যোদ্ধারা।

যে সকল মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি নিজ নিজ অঙ্গনে একেকজন সফলকাম উজ্জ্বল নক্ষত্র তাদের হাতেই তুলে দেয়া হয় "ফার্স্ট মালয়েশিয়া এচিভার্স অ্যাওয়ার্ডস" এর সম্মাননা ক্রেস্ট।

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম এসোসিয়েশনের প্রেসিডেন্ট, প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) এর ডিপার্টমেন্ট অব বিসনেস অ্যাডমিনিস্ট্রেশন, কুলিয়্যাহ অব ইকোনমিক্স এন্ড ম্যানেজমেন্ট সাইন্সের প্রফেসর ড. এ.কে.এম. আহসানুল হক, সানওয়ে ইউনিভার্সিটির ডিস্টিংগুশড রিসার্চ প্রফেসর এন্ড হেড রিসার্চ সেন্টারে ফর নানো-ম্যাটেরিয়ালস এন্ড এনার্জি টেকনোলজি, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির প্রফেসর ড. সাইদুর রহমান, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) এর ডিপার্টমেন্ট অব ইলেকট্রিকাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর এসএমএ মোতাকাব্বির। পেরদানা ইউনিভার্সিটির স্কুল অফ অকুপেশনাল থেরাপি বিভাগের ডিন, প্রফেসর নাথান ভ্যাটিয়ালিঙ্গাম, পেরদানা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিসনেস, ইকোনমিক্স এন্ড ফিনান্স বিভাগের ডিন,অ্যাসোসিয়েট প্রফেসর ড. সিরিয়াক নেলিকুনাল দেবাশিয়া, অ্যাসোসিয়েট প্রফেসর, পেরদানা ইউনিভার্সিটির মেডিকেল মাইক্রোবায়োলজি গ্রাজুয়েট স্কুল অব মেডিসিন বিভাগের ড. মোহাম্মদ নাজমুল হাসান মাজিজ, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) এর ডিরেক্টর, মাহবুব আলম শাহ, ফ্রিডম ফাইটার ও এসআরবি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এর  ম্যানেজিং ডিরেক্টর- মো. শওকত হোসাইন (পান্না), মিজান গ্রান্ড ইন্টারট্রেডার্স এসডিএন বিএইচডির ওনার, দাতো মোহা: মিজান এবং সারাহ সেভেন, মালয়েশিয়ার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মাদ সাহাব উদ্দিন সিআইপি।

আয়োজন সম্পর্কে জানতে চাইলে ভয়েস এশিয়ানের এডিটর এন্ড সিইও এবং বাংলাদেশ টেলিভিশনের আইসিটি প্রোগ্রাম প্ল্যানার সাংবাদিক ইঞ্জিঃ মোশাররফ জুয়েল বলেন, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাঙ্গালী প্রত্যেকেই সেই দেশে আমাদের একেকজন এম্বাসেডর। তাদের সম্মান জানাতে আয়োজন করা হয়েছে এই মালয়েশিয়া এচিভার্স অ্যাওয়ার্ডস। আমি মনে করি প্রবাসের মাটিতে তাদের সম্মান জানানোর অর্থই হচ্ছে আমাদের দেশের লাল-সবুজের পতাকাকে সম্মান জানানো। মালয়েশিয়ার মাটিতে এই রকম একটি আয়োজন করতে পেরে আমরা গর্বিত বোধ করছি। সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাঙ্গালী কমিউনিটিকে যাদের শতভাগ সহযোগিতায় সফলভাবে আয়োজিত হয়েছে এবারের আয়োজন। তাদের সহযোগিতা আমাদের উৎসাহ ও প্রেরণা যুগিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

ফার্স্ট মালয়েশিয়া এচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৪ এ যাদেরকে সম্মানিত করা হয়েছে, উইমেন এন্টারপ্রেনার অব দি ইয়ার ক্যাটাগরিতে রুবিস বিউটি হেয়ার এন্ড সেলুনের স্বত্বাধিকারী রুবি আঞ্জুম, এগ্রিকালচার ক্যাটাগরিতে হাফসা এগ্রো সাপ্লাই এসডিএন বিএইচডি'র আব্দুল হালিম। বেস্ট ল্যাপটপ আউটলেট ক্যাটাগরিতে, এসজি আইটি ওয়ার্ল্ড মালয়েশিয়া এসডিএন বিএইচডি'র মোঃ সানি। এডুকেশন ক্যাটাগরিতে, ওয়াই এন স্টাডি সলিউশন মালয়েশিয়া'র দাতু মোঃ ইয়াসিন টুটুল। এমারজিং এইচআর এক্সিলেন্স ক্যাটাগরিতে, ফিউচার গ্লোবাল এসডিএন বিএইচডি'র মোঃ আসাদ। বেস্ট মেইন কন্ট্রাক্টর ক্যাটাগরিতে, মিজান গ্র্যান্ড ইন্টার ট্রেডার্স এসডিএন বিএইচডি'র দাতু মোঃ মিজান। গার্মেন্টস ক্যাটাগরিতে, শার্ক কায়া এন্টারপ্রাইজ'র মোঃ শরীফ আহমেদ। রেস্টুরেন্ট ক্যাটাগরিতে, পুরান পিঠা ঘরের মোঃ শরীফুল ইসলাম। সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে, জেবিডি ইঞ্জিনিয়ারিং এসডিএন বিএইচডি'র মোঃ জাহাঙ্গীর। রিটেইল এন্ড হোলসেল ক্যাটাগরিতে, গং ডিউক রিসোর্সেস এসডিএন বিএইচডি'র মোঃ কাশেম। কার ওয়াশ ক্যাটাগরিতে, পারফেক্ট কার পলিশ সেন্ট্রাল'র আশরাফুল আল শামীম। এন্টারপ্রেনার ক্যাটাগরিতে, ওয়াই এন প্রো সার্ভিস এসডিএন বিএইচডি'র দাতু মোঃ ইয়াসিন টুটুল। হোম এপ্লায়েন্স ক্যাটাগরিতে, প্রোলেক্স ইলেকট্রনিক লিমিটেডের জুয়েল রানা। প্রিন্টিং এন্ড প্যাকেজিং ক্যাটাগরিতে, তাজবির ট্রেডিং এসডিএন বিএইচডি'র তাজবির খান রিজেন্ট। কন্সট্রাকশন এক্সিলেন্স ক্যাটাগরিতে, শরিফ কন্সট্রাকশন এসডিএন বিএইচডি'র মোঃ শরিফুল ইসলাম শরীফ। ফরেন ইউনিভার্সিটি এডমিশন ক্যাটাগরিতে, জিএসসি গ্লোবাল সলিউশন্স'র মোঃ শোয়াইব। সার্ভিস এক্সিলেন্স ক্যাটাগরিতে, ইন্টারগ্রেড গ্রুপ অব কোম্পানিজ'র মোঃ কামরুল হাসান কামাল। গ্রোসারি শপ ক্যাটাগরিতে, নূর মরিয়াম সারবানিকা এন্টারপ্রাইজ'র নজরুল ইসলাম। বেস্ট ডিস্ট্রিবিউশন কোম্পানি ক্যাটাগরিতে জেটিজি এন্টারপ্রাইজ (এম) এসডিএন বিএইচডি'র মোঃ রাসেল এবং উইমেন ইন্সপাইরেশন ক্যাটাগরিতে মিস জান্নাত অনন্যা।

হাতে সম্মাননা নেওয়া প্রোলেক্স ইলেকট্রনিক লিমিটেডের জুয়েল রানা কে প্রশ্ন করা হয়, আপনি কিভাবে পেলেন এই সম্মাননা? উত্তরে তিনি বলেন, স্বার্থ ছাড়া খুঁজে খুঁজে কাউকে সম্মাননা জানানো এখনকার বাজারে খুবই বিরল। ডেকে নিয়ে আমাকে সম্মাননা জানালো মানেই আমার দেশ এবং আমার কাজকে সম্মান জানানো। আমার ভালো লাগছে।

এছাড়াও ফার্স্ট মালয়েশিয়া এচিভার্স  অ্যাওয়ার্ডস ২০২৪ এর স্পেশাল ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়, পারসন অব দি ইয়ার, আলতাব খানকে।  বিজনেস ম্যান অব দি ইয়ার, আশরাফুল আল শামিম, ইয়াংগেস্ট এমারজিং বিজনেস ম্যান অব দি ইয়ার, মোঃ সানি, ইয়াংগেস্ট দাতু অব দি ইয়ার, দাতু মোঃ ইয়াসিন টুটুল, বেষ্ট এমারজিং বিজনেস ম্যান অব দি ইয়ার, মোঃ শরিফুল ইসলাম শরীফ। বেস্ট গ্রুপ অব কোম্পানিজ অব দি ইয়ার ওয়াহিদুর রহমান, সিআইপি ম্যানেজিং ডিরেক্টর- সী মিলিনিয়াম ট্রেড (এম) এসডিএন বিএইচডি। লাইফ টাইম এচিভমেন্ট ক্যাটাগরিতে মিজান গ্র্যান্ড ইন্টার ট্রেডার্স এসডিএন বিএইচডি'র দাতু মোঃ মিজান কে।

এসোসিয়েশন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়, মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম এসোসিয়েশন, কোডরেন্ট, জালালাবাদ এসোসিয়েশন মালয়েশিয়া, বাংলাদেশ স্টুডেন্টস কমিউনিটি অব মালয়েশিয়া এবং বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়া'কে।

মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড রিসার্চ প্রফেসর এন্ড হেড রিসার্চ সেন্টার ফর নানো-ম্যাটেরিয়ালস এন্ড এনার্জি টেকনোলজি স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির প্রফেসর ড. সাইদুর রহমান বলেন, মালয়েশিয়ায় বিভিন্ন সেক্টরে কর্মরত বাংলাদেশিদের অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য ভয়েস এশিয়ার প্রথমবারের মতো এটি একটি খুব ভাল উদ্যোগ। এটি অন্যান্য বাংলাদেশিদেরও অনুপ্রাণিত করবে। স্বীকৃতি শুধুমাত্র কয়েকটি খাতে সীমাবদ্ধ থাকা উচিত নয়। এটি অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগ যেমন; শিক্ষা এবং গবেষণা খাতও অন্তর্ভুক্ত করা উচিত।

এছাড়াও জার্নালিজম ক্যাটাগরিতে যেসকল সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়- আরিফুল ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি, দৈনিক মানবজমিন, কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া প্রতিনিধি, এন টিভি, আব্দুল কাদের, মালয়েশিয়া প্রতিনিধি সময় টিভি, মোহাম্মদ আলী, মালয়েশিয়া প্রতিনিধি, ডিবিসি, আশরাফুল মামুন, মালয়েশিয়া প্রতিনিধি, দৈনিক নয়া দিগন্ত এবং মাই টিভি, জহিরুল ইসলাম হিরন, মালয়েশিয়া প্রতিনিধি, বাংলাদেশ প্রতিদিন এবং রফিক আহমেদ খান, বিডি নিউজ ২৪ এছাড়া ডেভেলপমেন্ট জার্নালিজম ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয় যমুনা টিভি, যুগান্তর এবং জাগো নিউজের মালয়েশিয়া প্রতিনিধি, আহমাদুল কবিরকে।

প্রিয়ার প্রাণবন্ত সঞ্চালনায় ফার্স্ট মালয়েশিয়া এচিভার্স এওয়ার্ডস নাইট হয়ে উঠেছিলো জীবন্ত এবং প্রাণোচ্ছল। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি ভয়েস এশিয়ানের এই আয়োজনকে একটি মাইলফলক হিসেবে বিবেচনায় রেখে বলেন, আগামী বছরেও আরো উজ্জ্বলভাবে পাখা মেলবে মালয়েশিয়ায় এচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৫।

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

ঐকমত্য কমিশনে মতামত জমা শেষে সালাহ উদ্দিন আহমেদ/ সংবিধানে ৭১’র সঙ্গে ২৪’কে একই কাতারে আনা সমুচিত নয়

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status