ঢাকা, ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

কনসার্টের ভেন্যু পরিদর্শন শেষে টুকু

দেশীয় শিল্পীদের অবমূল্যায়ন করেছে আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার
৫ এপ্রিল ২০২৫, শনিবারmzamin

ক্ষমতায় থাকাকালীন সময়ে রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে দেশীয় শিল্পীদের আওয়ামী লীগ অবমূল্যায়ন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। তিনি বলেন, বিগত সরকারের সময়ে রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে দেশীয় প্রতিভাগুলোকে অবহেলা করে ভারত থেকে শিল্পী আনা হতো। আর এখন আনা হচ্ছে পাকিস্তানি শিল্পী। বিগত দিনের মতো বর্তমানেও দেশীয় শিল্পীদেরকে মূল্যায়ন না করার সংস্কৃতি চলছে। যা খুবই দুঃখজনক।
আগামী ১১ই এপ্রিল ‘স্বাধীনতা’ কনসার্টের আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। এ উপলক্ষে শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নির্ধারিত ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।  
সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তা থেকেই দেশীয় শিল্পীদের পরিবেশনায় স্বাধীনতা কনসার্টের আয়োজন করেছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। আমাদের উদ্দেশ্যে দেশীয় শিল্পীদের পারফর্ম করার সুযোগ দেয়া। কারণ আমাদের বহু প্রতিভা রয়েছে। তারা নিজেদের যোগ্যতা দিয়ে বিশ্ব পরিমণ্ডলেও বাংলাদেশকে তুলে ধরেছেন। আমরা এসব প্রতিভাগুলোকে মূল্যায়নের পাশাপাশি নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চাই। এক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হয়নি। সত্যিকার অর্থে যারা শিল্পী, তাদেরকেই রাখা হয়েছে।
তিনি বলেন, বিগত দিনে বিএনপি’র বিরুদ্ধে কথা বলেছেন-তাদেরকেও বাদ দেয়া হয়নি। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে নিয়ে পথ চলবো। ১১ই এপ্রিল ঢাকাসহ ৪টি ভেন্যুতে কনসার্ট হলেও পর্যায়ক্রমে বাকি বিভাগ ও জেলা সদরে এই আয়োজন হবে। অনুষ্ঠান সফল করতে ঢাকা বিভাগের আপামর জনতাকে অংশগ্রহণের আহ্বান জানান টুকু।
ভেন্যু পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ‘স্বাধীনতা কনসার্ট’-এর ঢাকা টিমের সদস্য রফিকুল আলম মজনু, আমিনুল হক, হাবিবুর রশীদ হাবিব, ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, রাকিবুল ইসলাম রাকিব, জাহিদুল ইসলাম রনি ও সাজু মুনতাসির প্রমুখ।
এরআগে গত ২৭শে মার্চ গুলশানে সংবাদ সম্মেলনে জানানো হয় সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের ব্যানারে ঢাকা ও চট্টগ্রাম, খুলনা ও বগুড়া শহরে একযোগে ১১ই এপ্রিল স্বাধীনতা কনসার্ট হবে। ঢাকার কনসার্টটি হবে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউতে। এদিন বিকাল ৩টায় শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত। কনসার্টে অংশ নেবেন জেমস, নীলা, পড়শী, জেফার, অনিমেষ রায়, মাহাথিম সাকিব, আলেয়া বেগম, মিফতা জামানসহ জনপ্রিয় শিল্পীরা। এ ছাড়া কনসার্টে থাকছে ফিডব্যাক, শিরোনামহীন, অ্যাফিক ব্যান্ড।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status