দেশ বিদেশ
বিলিয়নিয়ারের তালিকায় যুক্তরাষ্ট্রই শীর্ষে
মানবজমিন ডেস্ক
৫ এপ্রিল ২০২৫, শনিবার
বিশ্বখ্যাত ফোরবস ম্যাগাজিন ২০২৫ সালে বিশ্বের বিলিয়নিয়ারদের নতুন তালিকা প্রকাশ করেছে। এতে সর্বোচ্চ ৯০২ জনই যুক্তরাষ্ট্রের। তারাই এই তালিকায় সবার শীর্ষে আছে। এই তালিকায় ভারতের ২০৫ জন বিলিয়নিয়ারের নাম স্থান পেয়েছে। তার মধ্যে প্রথম ভারতে নারীদের মধ্যে শীর্ষ ধনী হয়েছেন জিন্দাল গ্রুপের চেয়ারপারসন সাবিত্রি জিন্দাল। ফোরবস বলেছে, এ বছর বিলিয়নিয়ারের সংখ্যা ৩,০০০ ছাড়িয়ে গেছে। তাদের যার সম্মিলিত সম্পদের মূল্য আশ্চর্যজনকভাবে ১৬.১ ট্রিলিয়ন ডলার। এতে দেখা যায়, বিশ্বের সবচেয়ে বেশি সম্পদ ঘনীভূত অবস্থায় রয়েছে মাত্র তিনটি দেশে। তা হলো- যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত। তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে ৯০২ জন বিলিয়নিয়ার রয়েছে। এই সংখ্যা গত বছরের ৮১৩ জন থেকে বেশি। তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ ৬.৮ ট্রিলিয়ন ডলার। বিশ্বের ১৫ শত-বিলিয়নিয়ারের মধ্যে ১৩ জনের আবাসস্থল এখনো যুক্তরাষ্ট্রে। এর মধ্যে রয়েছে ইলন মাস্ক (৩৪২ বিলিয়ন ডলার), মার্ক জাকারবার্গ (২১৬ বিলিয়ন ডলার) এবং জেফ বেজোস (২১৫ বিলিয়ন ডলার)। দেশটির প্রযুক্তি, অর্থ এবং বিনোদন শিল্পগুলো প্রচুর সম্পদ উৎপাদন করে চলেছে, যা বিলিয়নিয়ার সংখ্যা এবং মোট সম্পদের দিক থেকে এটিকে স্পষ্টভাবে শীর্ষে রেখেছে। দ্বিতীয় স্থানে রয়েছে চীন। সেখানে ৪৫০ জন বিলিয়নিয়ারের সম্পদের পরিমাণ ১.৭ ট্রিলিয়ন ডলার। এর শীর্ষে আছেন বাইটড্যান্সের ঝাং ইয়িমিং (৬৫.৫ বিলিয়ন ডলার)। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে এ বছর ২০৫ জন বিলিয়নিয়ার রয়েছেন। গত বছর এ সংখ্যা ছিল ২০০। ৯২.৫ বিলিয়ন ডলার সম্পদের মালিক মুকেশ আম্বানি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি। গৌতম আদানি ৫৬.৩ বিলিয়ন ডলার সম্পদের মালিক।
২০২৫ সালে শীর্ষ ১০টি বিলিয়নিয়ার দেশ এখানে দেয়া হলো- তালিকার সংখ্যা অনুসারে তালিকাভুক্ত:
১. যুক্তরাষ্ট্র
মোট বিলিয়নিয়ার: ৯০২ জন (গত বছর ৮১৩ জন থেকে বেশি)
মোট সম্পদের পরিমাণ: ৬.৮ ট্রিলিয়ন ডলার
২. চীন
মোট বিলিয়নিয়ার: ৪৫০ (গত বছর ৪০৬ জন থেকে বেশি)
মোট সম্পদের পরিমাণ: ১.৭ ট্রিলিয়ন ডলার
৩. ভারত
মোট বিলিয়নিয়ার: ২০৫ জন (গত বছর ২০০ জন থেকে বেশি)
মোট সম্পদের পরিমাণ: ৯৪১ বিলিয়ন ডলার।
৪. জার্মানি
মোট বিলিয়নিয়ার: ১৭১ (গত বছর ১৩২ জন থেকে বেশি)
মোট সম্পদ: ৭৯৩ বিলিয়ন ডলার।
৫. রাশিয়া
মোট বিলিয়নিয়ার: ১৪০ (গত বছর ১২০ জন থেকে বেশি)
মোট সম্পদের পরিমাণ: ৫৮০ বিলিয়ন ডলার
৬. কানাডা
মোট বিলিয়নিয়ার: ৭৬ জন (গত বছর ৬৭ জন থেকে বেশি)
মোট সম্পদের পরিমাণ: ৩৫৯ বিলিয়ন ডলার
৭. ইতালি
মোট বিলিয়নিয়ার: ৭৪ জন (গত বছর ৭৩ জন থেকে বেশি)
মোট সম্পদ: ৩৩৯ বিলিয়ন ডলার।
৮. হংকং
মোট বিলিয়নিয়ার: ৬৬ (গত বছর ৬৭ জন থেকে কম)
মোট সম্পদের পরিমাণ: ৩৩৫ বিলিয়ন ডলার।
৯. ব্রাজিল
মোট বিলিয়নিয়ার: ৫৬ (গত বছর ৬৯ জন থেকে কম)
মোট সম্পদের পরিমাণ: ২১২ বিলিয়ন ডলার।
১০. যুক্তরাজ্য
মোট বিলিয়নিয়ার: ৫৫ জন (গত বছরের মতোই)
মোট সম্পদের পরিমাণ: ২৩৮ বিলিয়ন ডলার।