দেশ বিদেশ
দুই বিচারপতির সাক্ষাৎ
ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান প্রেসিডেন্টের
স্টাফ রিপোর্টার
৫ এপ্রিল ২০২৫, শনিবারপ্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের সঙ্গে আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
শুক্রবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, সাক্ষাতকালে তারা রাষ্ট্রপতির সঙ্গে কুশলাদি বিনিময় করেন। রাষ্ট্রপতি আপিল বিভাগের নব-নিয়োগপ্রাপ্ত দুই বিচারপতিকে অভিনন্দন জানান। তিনি তাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।
এর আগে. সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে নিয়োগ প্রদান করেন। গত ২৪শে মার্চ আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত দুই বিচারপতির নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগ প্রাপ্তির পরের দিন ২৫শে মার্চ বিচারপতি মহোদয়বৃন্দকে প্রধান বিচারপতি শপথ পাঠ করান।