ঢাকা, ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

বাহুবলে ইজারার মেয়াদকাল নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত অর্ধশতাধিক

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
৭ এপ্রিল ২০২৫, সোমবার

বাহুবলে বিলের ইজারার মেয়াদকাল নিয়ে বিরোধের জেরে দু’দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্ত্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদের বাহুবল, হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ও রোববার সকালে সংঘর্ষের ঘটনাগুলো সংঘটিত হয়েছে। পুলিশ জানায়, স্নানঘাট গ্রামের নায়ের আলীর কাছ থেকে একটি বিল ইজারা নেন একই গ্রামের আইয়ুব আলী। ইজারাগ্রহীতার দাবি, তিনি তিন বছরের জন্য বিলটি নিয়েছেন। আর ইজারাদাতা বলছেন, এক বছরের জন্য। এ নিয়ে উভয় পক্ষে বিরোধ। এদিকে, ইজারাদাতা নায়ের আলীর পক্ষ নেন ইজারাগ্রহীতা আইয়ুব আলীর সহোদর জাবেদ আলী। এ ঘটনার জেরে শনিবার রাত ৮টায় প্রতিপক্ষের লোকজন জাবেদ আলীকে ছুরিকাঘাত করে। এ নিয়ে শনিবার রাতে ঘণ্টাখানেক স্থানীয় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন লোক আহত হয়। ছুরিকাহত জাবেদ আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যান্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়। অপরদিকে, রোববার সকাল ৬টায় বিবদমান দু’পক্ষ ফের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল ৯টা পর্যন্ত স্থায়ী সংঘর্ষে আরও বেশ কিছু লোক আহত হয়। ধারণা করা হচ্ছে, দুই দফা সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরাও সেখানে পৌঁছান। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে দুই পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নিয়ে একপক্ষ অপরপক্ষের উপর ইট পাটকেল ও দেশীয় অস্ত্র নিক্ষেপ করতে থাকে। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিল, জলাশয় ইজারার সময়কাল নিয়ে বিরোধের জেরে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে ঘটনাস্থল নিয়ন্ত্রণে রয়েছে এবং সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: news@emanabzamin.com
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status