বাংলারজমিন
বিশ্বনাথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পণ্য বিক্রেতা নিহত
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবারসিলেটের বিশ্বনাথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিপেশ তালুকদার (৪৫) নামের এক ভ্রাম্যমাণ পণ্য বিক্রেতার মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাওনপুর গ্রামের পশ্চিমে পাঁচপীরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিপেশ সুনামগঞ্জের দিরাই উপজেলার সুনামপুর (রফিনগর) গ্রামের সানন্দ তালুকদারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সিলেটের জালালাবাদ থানার তেমুখী এলাকায় পরিবারসহ বসবাস করছিলেন।
জানা যায়, নিপেশ বিভিন্ন বাজারেও কয়েল-জর্দ্দাসহ নানা পণ্য দোকানিদের কাছে বিক্রি করতেন। রোববার পণ্য বিক্রি শেষে রাত সাড়ে ৮টার দিকে ফেরার পথে পাঁচপীরের বাজারের পশ্চিমে নির্জন সড়কে ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেয়। তিনি বাধা দেয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তার বুকের বামপাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পাঁচপীরের বাজারের দিকে দৌড়ে গিয়ে একটি দোকানের ভেতর লুটিয়ে পড়েন নিপেশ। সেখানেই মারা যান তিনি। জিজ্ঞাসাবাদের জন্য খাজাঞ্চি ইউনিয়নের বাওনপুর (চরগাঁও) গ্রামের মতছির আলীর ছেলে আতিকুর রহমান (৪২) ও বাওনপুর (গুচ্ছগ্রাম) গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে জসিম উদ্দিনকে (৩৬) হেফাজতে নেয় থানা পুলিশ। সোমবার দুপুরে আতিকুরকে পরিবারের জিম্মায় ছেড়ে দিলেও জসিমকে আদালতে প্রেরণ করে। বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, খুনের ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে তৎপরতা শুরু করেছে পুলিশ।