বাংলারজমিন
লালপুরে জমিতে ছিটানো কীটনাশকের বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু
নাটোর প্রতিনিধি
(৭ ঘন্টা আগে) ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৩:১০ অপরাহ্ন
নাটোরের লালপুরে কীটনাশক স্প্রে করতে গিয়ে বিষক্রিয়ায় রাজন আলী (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রাজন উপজেলার হাবিবপুর গ্রামের জামিরুল ইসলামের ছেলে। জানা গেছে, গত ১২ এপ্রিল রাজন ক্ষেতে কীটনাশক স্প্রে করতে যায়। এ সময় সে মুখে মাস্ক বা কাপড় বাধেনি। খোলা মুখে কীটনাশক স্প্রে করার সময় বিষক্রিয়ায় সে ক্ষেতেই ঢলে পড়ে। খবর পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাকে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৬ টার দিকে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে তার মরদেহ বাড়িতে নিয়ে আসার প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি (তদন্ত) মোমিনুজ্জামান।