বাংলারজমিন
খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল
৩ থানায় মামলা, গ্রেপ্তার ৪০
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবারঝটিকা মিছিলকে কেন্দ্র করে খুলনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নগরীর ৩টি থানায় পৃথক তিনটি মামলা করেছে পুলিশ। গতকাল নগরীর হরিণটানা, আড়ংঘাটা ও খালিশপুর থানায় মামলা ৩টি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, তিনটি মামলার বাদী পুলিশ। এসব মামলায় দুপুর পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হরিণটানা থানার ওসি খায়রুল বাশার জানান, এসআই মোনায়েম হোসেন বাদী হয়ে আওয়ামী লীগের ৭৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলায় অজ্ঞাত পরিচয় আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে খুলনার খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় থানার এসআই রতন কুমার বিশ্বাস বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় মোট ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামির সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, কেএমপি’র মিডিয়া শাখা থেকে জানানো হবে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।