ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

ই-ক্যাব নির্বাচন আসিফসহ অংশ নিচ্ছেন ৩৬ জন

অর্থনৈতিক রিপোর্টার
১০ মে ২০২৫, শনিবার

ই-কমার্স উদ্যোক্তাদের সংগঠন ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১শে মে। এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন ৩৬ জন প্রার্থী, যাদের মধ্যে ২৭ জনই নতুন মুখ। প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে ভোটারদের মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ‘স্বপ্ন নয়, পরিকল্পনাই শক্তি’ এমন স্লোগান সামনে রেখে এ নির্বাচনে অংশ নিচ্ছেন তরুণ উদ্যোক্তা আসিফ মাহমুদ। তিনি বলেন, স্বপ্ন নয়, পরিকল্পনা দিয়েই শক্তিকে কাজে লাগাতে চাই। নির্বাচনী ইশতেহার নিয়ে আসিফ মাহমুদ বলেন, আমি এমন একটি ই-কমার্স পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে উদ্যোক্তারা নিশ্চিন্তে ব্যবসা চালাতে পারবেন আর ক্রেতারা পারবেন নিরাপদ ও স্বচ্ছ সেবা। আসিফ মাহমুদ জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড মিনিমালের মার্কেটিং বিভাগের প্রধান ও পরিচালকদের একজন। মিনিমালের যাত্রা শুরু হয়েছিল কাস্টমাইজড ফার্নিচারের একটি ফেসবুক পেজ থেকে, সেখান থেকেই আসিফ জড়িয়ে পড়েন ডিজিটাল কমার্সের সঙ্গে। ই-ক্যাবের মোট ৮৪২ জন সদস্যের মধ্যে এবার ভোটার হয়েছেন ৫০২ জন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তরফদার সোহেল রহমান।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status