দেশ বিদেশ
প্রথমবার শুরু হচ্ছে মাইক্রোসফ্ট অফিস স্পেশালিস্ট বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ
অর্থনৈতিক রিপোর্টার
১০ মে ২০২৫, শনিবারঅলিম্পিয়াডের আদলে জাতীয় পর্যায়ে আগামী ১০ই মে থেকে প্রথমবারের মতো শুরু হচ্ছে মাইক্রোসফ্ট অফিস স্পেশালিস্ট বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ। রাজধানীর বিশ্ববিদ্যালয়ে তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়গুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব বিজনেস প্রফেশনালস, ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বুধবার রাজধানীর হোটেল রেডিসনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন ভি টিউটরের কো-ফাউন্ডার ও চিফ লার্নিং অফিসার কাজী শামীম। এ সময় প্রতিযোগিতার লোগো উন্মোচন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী মোশতাক জহির। প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে অংশ নিতে পারবেন সর্বোচ্চ ৩০০ জন। এরই মধ্যে শুরু হয়েছে গ্রুমিং শেসন। এজন্য ইউটিউবে মাইক্রোসফ্ট ওয়ার্ড, এঙেল ও পাওয়ার পয়েন্ট প্রফেশনাল সার্টিফিকেশন টিউটোরিয়াল। প্রতিযোগিতার কাঠামো অনুযায়ী, বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ তিনজনকে চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত করা হবে। সেখান থেকে জাতীয় পর্যায়ের জন্য বাছাই করা হবে শীর্ষ ১০ জনকে। জাতীয় পর্যায়ের বিজয়ীরা পাবেন মাইক্রোসফট সার্টিফিকেশন অর্জনের সুযোগ। এ ছাড়া এলএস (লং লিস্টেড) প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ৩ জনকে নিয়ে অনুষ্ঠিত হবে ‘গালা রাউন্ড’। গালা রাউন্ডের বিজয়ীরা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবেন। প্রতিযোগিতার পুরস্কার মূল্য যুক্তরাষ্ট্র সফরসহ ২০ লাখ টাকা। ব্যক্তিগত ই-মেইল ও ফোন নম্বর দিয়ে ক্যারিয়ার গঠনের ভার্চ্যুয়াল প্লাটফর্ম ভি-টিউটরের ওয়েবে নিবন্ধন করে দেশের ১৩-২২ বছর বয়সী শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।