ঢাকা, ১৭ মে ২০২৫, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

ট্রাম্পের সঙ্গে ফিফা প্রেসিডেন্টের সফর, কংগ্রেসে দেরি তিন ঘণ্টা

স্পোর্টস ডেস্ক

(১ দিন আগে) ১৬ মে ২০২৫, শুক্রবার, ৪:৩১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

mzamin

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নীতিনির্ধারণী সভা হয় ফিফা কংগ্রেসের মাধ্যমে। বিশ্বের ফিফার (আন্তর্জাতিক ফুটবল সংস্থা)   দুইশো’র বেশি সদস্য দেশের প্রতিনিধিরা একত্র হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন এ কংগ্রেস সভায়। এবার ফুটবলের মহাগুরুত্বপূর্ণ সেই সভাতেই তিন ঘণ্টা দেরিতে উপস্থিত হন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যপ্রাচ্যে সফরে থাকায় বৈঠক শুরুর নির্ধারিত সময়ের অনেক পরে যোগ দেন ফিফা’র প্রধান। ইনফান্তিনোর এমন কাণ্ডে ক্ষোভ প্রকাশ করে ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা)।

উয়েফা এক বিবৃতিতে জানায়, ‘ফিফা প্রধানের কাজ ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য করা হচ্ছে বলে মনে হচ্ছে। এটা কী খেলাটির কোনও উপকার আসবে বলে তো মনে হচ্ছেনা’। এছাড়া এদিন প্রতিবাদস্বরূপ সভা ছেড়েছেন বেশ কয়েকজন। ফিফাপ্রধানের এমন বিলম্বে সভামঞ্চ ছেড়ে চলে যান উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিনসহ বেশ কয়েকজন কর্মকর্তা। সভা দেরিতে শুরু হওয়ার কারণে মাঝবিরতির পর ইউরোপের কিছু প্রতিনিধি আর সভায় যোগ দেননি। ইনফান্তিনোর নেতৃত্বাধীন ফিফা কাউন্সিলের ৩৭ সদস্যদের জন্য যে আসন সংরক্ষিত ছিল সেখানে সেফেরিন, ইউরোপের দুই সহসভাপতি হাঙ্গেরির সান্দর সানয়ি ও ইংল্যান্ড এফএর প্রধান ডেভি হিউইটকে দেখা যায়নি। নিজেদের আসনে ছিলেন না জার্মানি, নরওয়ে ও রোমানিয়ার প্রতিনিধিরাও।
এবারের ফিফা কংগ্রেস হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে। আর নির্ধারিত সময় ছিল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা।  ফিফা কংগ্রেস যখন শুরু হওয়ার কথা, সভাপতির বিমান তখন আটলান্টিক মহাসাগরের ওপরে। মূলত  মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ১৩ই মে চার দিনের মধ্যপ্রাচ্য সফরে বের হলে তার সঙ্গী হন ইনফান্তিনো। প্রথমে সৌদি আরব, এরপর কাতারে যান ট্রাম্প। এর মধ্যে ফিফা কংগ্রেসের সময় হয়ে এলে কাতার সরকারের দেয়া বিমানে চড়ে দোহা থেকে নাইজেরিয়া হয়ে প্যারাগুয়ের পথে রওনা দেন ইনফান্তিনো। স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার পরিবর্তে দুপুর ১ টার দিকে সভা শুরু হলে ইনফান্তিনো বেশ কয়েকবার সকলের কাছে ক্ষমা চেয়েছিলেন। 

ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘রাজনীতি ও অর্থনীতির কিছু বিশ্ব নেতার সাথে গুরুত্বপূর্ণ আলোচনার আমি মধ্যপ্রাচ্যে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল যে আপনাদের সকলের প্রতিনিধিত্ব করার জন্য, ফুটবলের প্রতিনিধিত্ব করার জন্য আমাকে সেখানে থাকা জরুরি ছিল।‘ 
তিনি আরও বলেন, ‘ফিফার সভাপতি হিসেবে আমার দায়িত্ব হল সংস্থার স্বার্থে সিদ্ধান্ত নেয়া’।  

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status