বাংলারজমিন
নীলফামারীতেই হচ্ছে চীনা হাসপাতাল
নীলফামারী প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, বুধবার
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চীন সরকারের প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতালটি নীলফামারীতেই হচ্ছে। এরইমধ্যে হাসপাতালের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হারুন অর রশিদ গতকাল মঙ্গলবার নীলফামারীর বন্ধ হয়ে যাওয়া দেশের দ্বিতীয় বৃহত্তম দারোয়ানী টেক্সটাইল মিল সংলগ্ন বিশাল পরিত্যক্ত মাঠ পরিদর্শন শেষে চীন সরকারের উপহারস্বরূপ দেয়া এক হাজার বেডের হাসপাতালটি নীলফামারী-সৈয়দপুর প্রধান সড়কের কোল ঘেঁষে থাকা এ মাঠেই হচ্ছে বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রংপুর অঞ্চলের যে কয়েকটি স্থান পরিদর্শন করা হয়েছে, তার মধ্যে দারোয়ানী টেক্সটাইল মিল মাঠ সবদিক থেকেই পজেটিভ। প্রয়োজনের তুলনায় জমির পরিমাণ অনেক বেশি থাকায় সুন্দরভাবে কাজ করা যাবে বলেও তিনি উল্লেখ করেন। এদিকে ‘তিস্তা ব্যারাজ ও তিস্তা মহা পরিকল্পনা’ এলাকা থেকে দারোয়ানী টেক্সটাইল মিল মাঠের রয়েছে সুপ্রশস্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা, তেমনি সৈয়দপুর বিমান বন্দরও রয়েছে হাতের নাগালে। নিঃশ্বাস ফেলা দূরত্বে রয়েছে রংপুর-দিনাজপুর হাইওয়ে সড়ক। এ ছাড়া দারেয়ানী টেক্সটাইল মিল মাঠ নীলফামারী ও সৈয়দপুর রেলস্টেশন মধ্যবর্তী স্থানে হওয়ায় রেল যোগাযোগ ব্যবস্থাও রয়েছে সুবিধাজনক অবস্থায়।
এ ছাড়া লালমনিরহাট জেলার পাঠগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর জেলার সঙ্গে উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা হাসপাতালটি বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলের লাখ লাখ মানুষের চিকিৎসা সেবায় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে বলে অভিজ্ঞজনের ধারণা। জমি পরিদর্শনের সময় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, সিভিল সার্জন আব্দুর রাজ্জাক ও জেলা বিএনপি সভাপতি আ.খ.ম আলমগীর সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।