বাংলারজমিন
রূপগঞ্জে যুবদল সভাপতির হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
২৩ এপ্রিল ২০২৫, বুধবারনারায়ণগঞ্জের রূপগঞ্জে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন যুবদল সভাপতি আসাদ ফকির ও তার সহযোগীদের হামলায় আহত শান্ত সরকার (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত সোমবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। এদিকে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সকালে লাশ নিয়ে ঢাকা-বাইপাস সড়কের কালনী এলাকায় অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী। হত্যাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর ১২টার দিকে মরদেহ দাফন করেন।
নিহতের চাচা ও মামলার বাদী সালাউদ্দিন সরকার জানান, গত ১১ই এপ্রিল বাসা থেকে তুলে নিয়ে তার ভাতিজা শান্ত সরকারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকির ও তার লোকজন। এ ঘটনার ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যায় সে। ট্রাস্ট সিটি নামে একটি আবাসন কোম্পানির কাজ নিয়ে আধিপত্যের জেরে খুন হয় শান্ত সরকার।