বাংলারজমিন
ইফা’র প্রশাসন বিভাগে এখনো আওয়ামী লীগের দোসরদের অবস্থান
স্টাফ রিপোর্টার
২৩ এপ্রিল ২০২৫, বুধবারইসলামিক ফাউন্ডেশনের প্রশাসন বিভাগে এখনো আওয়ামী লীগের দোসরদের কঠোর অবস্থান বিরাজ করছে। ৫ই আগস্টের পূর্বে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় যারা নানাভাবে বৈষম্যের শিকার হয়েছেন তারা এখনো বঞ্চিত হচ্ছেন। এখনো ফ্যাসিস্ট আওয়ামী কর্মকর্তারাই পাচ্ছেন নানা সুযোগ-সুবিধা। ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা হেড অফিস থেকে এমন অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা।
সংশ্লিষ্টরা বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে নিয়োগকৃত অফিসারদের বিষয়ে বিভিন্ন সময়ে পত্র-পত্রিকায় নিয়োগের বিষয়ে কথা আসলেও তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হচ্ছে না। আওয়ামী দোসরদের ইসলামিক ফাউন্ডেশন ঢাকা হেড অফিস থেকে বদলি করার কথা বলা হলেও হচ্ছে তো নাই বরং তাদের বিভিন্নভাবে পুরস্কৃত করা হচ্ছে। তারা বলেন, গত ১৭ বছরের বঞ্চনা থাকা সত্ত্বেও সেই আওয়ামী লীগ সরকারের লোকজনই এবারো হজ প্রশাসনিক টিমে জায়গা করে নিয়েছে। তাদের মধ্যে আওয়ামী দোসর বলে পরিচিত মো. আব্দুর রাজ্জাক। পরিচালক ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়, তিনিও প্রশাসনিক টিমে এবার হজে যাচ্ছেন। যা কষ্টের এবং হতাশাজনক বলে জানিয়েছেন বঞ্চিত কর্মকর্তারা। দ্বীনি দাওয়া ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ। যার বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্ত থেকে ইসলামিক ফাউন্ডেশনের যাকাত বোর্ড, ইসলামিক ফাউন্ডেশন প্রেস বিভাগ থেকে কোটি টাকা আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে- এমন কর্মকর্তাও হজ প্রশাসন টিমে রাখা হয়েছে। সূত্র জানায়, ইসলামিক ফাউন্ডেশনে ২০১২-তে নিয়োগপ্রাপ্ত বর্তমানে প্রশাসন বিভাগীয় কর্মরত সহকারী পরিচালক (যানবাহন) মো. হিরণ বেপারী। মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে নিয়োগপ্রাপ্ত হন তিনি।
যার নিয়োগ নিয়েও আছে নানা প্রশ্ন। তাদের নিয়োগ নিয়ে বর্তমানে আদালতে মামলাও চলমান। সেই সকল লোকদেরকেও বর্তমানে প্রশাসনিক টিমে সুযোগ দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। যারা বসে তাদেরকে সুযোগ দিচ্ছেন সেখানেও দৃষ্টি দেয়া প্রয়োজন বলে বঞ্চিতরা মনে করেন।