ঢাকা, ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

প্রবাসীদের ভোট পদ্ধতি নিয়ে ইসি’র সেমিনার আজ

স্টাফ রিপোর্টার
২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

প্রবাসী বাংলাদেশিদের ভোটগ্রহণ পদ্ধতি ঠিক করার লক্ষ্যে আজ সেমিনারের আয়োজন করেছে নির্বাচন কমিশন। এতে রাজনৈতিক দল, সংবাদমাধ্যমের সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় শিক্ষক, আমলাসহ ১০০ জনের বেশি বিশিষ্টজন অংশ নেবেন। সেমিনারে পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং পদ্ধতির স্বচ্ছতা, ধরন, নিরাপত্তা, মান ও আইনি চ্যালেঞ্জসহ নানা বিষয়ে অংশীজনদের মতামত নেয়া হবে। আজ সকাল ৯টায় ইসি ভবনের অডিটরিয়ামে সেমিনারটি শুরু হবে। এর আগে প্রবাসীদের ভোটার পদ্ধতি নিয়ে গত ৮ই এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি, সমাজক্যাণ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করে ইসি। সেখানে এই তিনটি পদ্ধতি নিয়ে উপস্থাপনা ও আলোচনা হয়। এরপর এমআইএসটি, ঢাবি ও বুয়েটের প্রযুক্তিবিদরা এসব পদ্ধতি নিয়ে প্রতিবেদন জমা দিয়েছেন। এসব প্রতিবেদনের ওপরই অংশীজনরা আলোচনা করবেন। এরপর প্রবাসীদের ভোটিং পদ্ধতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইসি। নির্বাচন কমিশন সূত্র বলছে, নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে সেমিনারে মোট ২৭টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। দলগুলো হলো-বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপল্‌স পার্টি (এনপিপি), গণফোরাম, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), আমার বাংলাদেশ পার্টি (এবি পাটি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)। অন্যদিকে ৪টি অনিবন্ধিত রাজনৈতিক দলের আমন্ত্রণ জানিয়েছেন ইসি। সেগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ লেবার পার্টি (সংক্ষেপে লেবার পার্টি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status