ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

বৈশাখী উৎসবে গুণীজন সম্মাননা

স্টাফ রিপোর্টার
১৩ মে ২০২৫, মঙ্গলবার
mzamin

শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)’র উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষে ‘আমাদের সংস্কৃতি বিকাশে বাংলা নববর্ষ’ শীর্ষক আলোচনা সভা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এতে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চলচ্চিত্র অভিনেতা ও জাসাস জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান। 
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি সিনিয়র সাংবাদিক আলী আশরাফ আখন্দ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিআইডি’র সিটিসি প্রধান নীহার রঞ্জন হাওলাদার,  অর্থনীতিবিদ মনিরুজ্জামান মাতুব্বর, জাতীয় লোকসংগীত শিল্পী আরিফ দেওয়ান, বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব এস এম মোশাররফ হোসেন মিলন, দৈনিক প্রতিদিন পত্রিকার উপ-সম্পাদক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব  এএসএম নজিবুল  আকবর, বাংলাদেশ নিউজ এডিটর গিল্ডের সভাপতি বাদল চৌধুরী, সংগঠনের সহ-সভাপতি খন্দকার আব্দুল মান্নান বাবু,  মো. শহিদুল্লাহ প্রিন্স  এবং জাহাঙ্গীর কবীর প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে বিশিষ্টজনদের মধ্যে নববর্ষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় চিত্রনায়ক হেলাল খান, লোকসংগীত শিল্পী আরিফ দেওয়ান ও এনটিভির সিনিয়র ব্রডকাস্টার নাজনীন আক্তারকে। 
বর্ষবরণ উপলক্ষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী মেহেরুন আশরাফ, নাজনীন আক্তার, আর্নি, হামিদা ঝিনুক, আনোয়ারুল ইসলাম  খান, আতিক হেলাল, সোহাগ, দুলাল, সাবেরা মুন্নী প্রমুখ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন জাইমা ইসলাম পরী। বাঁশিতে বিশেষ রাগ পরিবেশন করেন বিশিষ্ট বংশীবাদক ওস্তাদ মো. হাসান আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ এবং অনুষ্ঠান সমন্বয় করেন নটরাজ এন এ পলাশ।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status