দেশ বিদেশ
মতিঝিল কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নতুন কমিটি
স্টাফ রিপোর্টার
১৩ মে ২০২৫, মঙ্গলবার
মতিঝিল কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি:-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ই মে এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত সভাপতি মো. লিটন, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মো. সবুজ ইসলাম সপু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, ক্যাশিয়ার মো. মনির। এ কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে বাজার কমিটির পক্ষ থেকে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হারুনুর রশিদ হারুন। তিনি বলেন, বিগত আওয়ামী স্বৈরশাসনের আমলে যারা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, মামলায় জর্জরিত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। এই কাঁচাবাজারটি আমাদের একটি গৌরবের, এটি হবে একটি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাজার। এ সময় তিনি দোকানমালিকদের আর্থিক সহায়তার কথাও জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন চৌধুরী, থানা সমবায় অফিসার, রমনা আলাউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন ফরিদ উদ্দিন। সঞ্চালনায় ছিলেন কাজী গোলাম কিবরিয়া। এছাড়াও আরও সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেনÑ বদরুল আলম সবুজ, আলাউদ্দিন আলাই, নুরুল আফসার ফারুক, ফারুক মাহমুদ প্রমুখ।