ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

মতিঝিল কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নতুন কমিটি

স্টাফ রিপোর্টার
১৩ মে ২০২৫, মঙ্গলবার
mzamin

মতিঝিল কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি:-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ই মে এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত  সভাপতি  মো. লিটন, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মো. সবুজ ইসলাম সপু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, ক্যাশিয়ার মো. মনির। এ কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে বাজার কমিটির পক্ষ থেকে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হারুনুর রশিদ হারুন। তিনি বলেন, বিগত আওয়ামী স্বৈরশাসনের আমলে যারা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, মামলায় জর্জরিত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। এই কাঁচাবাজারটি আমাদের একটি গৌরবের, এটি হবে একটি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাজার। এ সময় তিনি দোকানমালিকদের আর্থিক সহায়তার কথাও জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন চৌধুরী, থানা সমবায় অফিসার, রমনা আলাউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন ফরিদ উদ্দিন। সঞ্চালনায় ছিলেন কাজী গোলাম কিবরিয়া। এছাড়াও আরও  সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেনÑ বদরুল আলম সবুজ, আলাউদ্দিন আলাই, নুরুল আফসার ফারুক, ফারুক মাহমুদ প্রমুখ। 
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status