বাংলারজমিন
মৌলভীবাজার কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৬ জুলাই ২০২৫, রবিবারমৌলভীবাজার শহরের বনশ্রী এলাকায় মৌলভীবাজার কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ৫ তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানটির নিজস্ব জমিতে গত শুক্রবার বিকালে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. শাহীনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক) ফজলুর রহমান, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন মাসুদ, জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, প্রকৌশলী মো. মোয়াজ্জেম হোসেন, সাংবাদিক মু. ইমাদ উদ দীন, ওমর ফারুক নাঈম, কালেক্টরেট মসজিদের ইমাম মাওলানা ক্বারী মতিউর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য জাবেদ আহমদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও কর্মকতাবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
নির্মাণ কাজের উদ্বোধন শেষে আলোচনা সভা, দোয়া ও শিরনী বিতরণ করা হয়। জানা যায়, ১নং খতিয়ানভুক্ত ২.৩৬৮৪ একর জায়গায় নিজস্ব ক্যাম্পাসে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে দেশ ও প্রবাসে থাকা স্থানীয় বাসিন্দাদের আর্থিক সহযোগিতায় ৫ তলা ভবন নির্মাণের কাজ চলমান। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন মাসুদ জানান, ২০২৩ সালের ১লা জানুয়ারি থেকে জেলা প্রশাসনের সার্বিক তত্তাবধায়নে জেলাবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম শুরু হয়। প্রথম দিকে ৩য় শ্রেণি পর্যন্ত চালু হলে এখন ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম চলমান। শিক্ষার্থীর সংখ্যা ১৮২ জন। ২০২৮ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কার্যক্রম পুরোপুরি চালু হবে বলে প্রত্যাশা করছেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনসহ সংশ্লিষ্টরা। ভূমিদস্যুদের খপ্পরে পড়ে বেদখল হওয়ার উপক্রম এই জায়গাটি (সাবেক পর্যটন রেস্ট হাউজ, পরিত্যক্ত) উদ্ধার করে স্কুলের জন্য উদ্যোগী হন মৌলভীবাজারের সাবেক জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। নানা অপ্রতুলতার মধ্যেও শুরু থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানটি বেশ সুনামের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।