বাংলারজমিন
সালথায় বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ
বারান্দায় ক্লাস নিচ্ছেন শিক্ষকরা
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
৬ জুলাই ২০২৫, রবিবার
ফরিদপুরের সালথা উপজেলার কুমারপুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটের কারণে শিক্ষার্থীদের পাঠদান বাধাগ্রস্ত হচ্ছে। বিদ্যালয়ের একটি ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় বারান্দায় ক্লাস নিতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। দ্রুত নতুন ভবনের দাবি জানাচ্ছেন সংশ্লিষ্ট মহল। সরজমিন দেখা গেছে, বিদ্যালয়ের দু’টি ভবনের মধ্যে একটি ভবনের ছাদের পলেস্টার খসে পড়ছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে পাঠদান বন্ধ করে অন্য ভবনে সীমিত কক্ষে শিক্ষাদান চলছে। শিক্ষকরা জানান, একটি কক্ষে অফিস এবং বাকি দুই কক্ষে ৬টি শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস করানো সম্ভব না হওয়ায় বারান্দাতেই ক্লাস নিতে হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমানুর রশীদ জানান, ২০৬ শিক্ষার্থীর জন্য কার্যত মাত্র দু’টি শ্রেণিকক্ষ থাকায় পাঠদানে চরম সমস্যা হচ্ছে। ইতিমধ্যে নতুন ভবনের জন্য আবেদন জমা দেয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান জানান, সরজমিন পরিদর্শন শেষে প্রয়োজনীয় সুপারিশ করে দ্রুত শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী জানান, আবেদন পেলে উপজেলা শিক্ষা কমিটির মাধ্যমে রেজুলেশন করে শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হবে। স্থানীয়রা বলছেন, শিশুরা যেন নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে শিক্ষাগ্রহণ করতে পারে, সেজন্য দ্রুত নতুন ভবন নির্মাণের বিষয়টি নিশ্চিত করা এখন জরুরি।