বাংলারজমিন
নানাবাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ১
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
৬ জুলাই ২০২৫, রবিবারটাঙ্গাইলের মির্জাপুরে অষ্টম শ্রেণিপড়ুয়া এক স্কুলশিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মেহেদী খান (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিনগত রাত ১টার দিকে উপজেলার উয়ার্শী ইউনিয়নের সাফর্তা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মেহেদী ওই গ্রামের লিটন খানের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে শনিবার মামলা দায়ের করেছেন। এর আগে গত ২৭শে জুন সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে বান্ধবীকে নিয়ে নানা বাড়ি বেড়াতে এলে এই ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার ওই কিশোরী বলেন, নানা বাড়ি থেকে বিকালবেলা বান্ধবীকে নিয়ে বাড়িতে ফেরার সময় মেহেদী তার গতিরোধ করে। একপর্যায়ে খুন জখমের ভয় দেখালে আমার বান্ধবী দৌড়ে পালিয়ে যায়। এরপর মেহেদী আমাকে জোর-জবরদস্তি করে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।
নানা বাড়ির সূত্রে মেহেদী তার পূর্বপরিচিত ও সামাজিক যোগাযোগমাধ্যমে একে-অপরের সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু সামাজিক মাধ্যমে বিভিন্ন কুপ্রস্তাব দেয়ায় তাকে আমি ব্লক করে দেই। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক হাফিজুর রহমান বলেন, ধর্ষণের ঘটনায় আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। কিশোরীকে মেডিকেল টেস্ট করা হবে।