ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

৩ মাস পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো ভারতীয় পুলিশ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
৬ জুলাই ২০২৫, রবিবার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে মারা যাওয়া বাংলাদেশি যুবক ওয়াসিম আকরামের মরদেহ প্রায় ৩ মাস পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। শনিবার দুপুর ১টার দিকে মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে নিহত ওয়াসিমের মরদেহ হস্তান্তর করে। এ সময় নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে মহেশপুর থানা পুলিশ মৃত ওয়াসিম আকরামের মৃতদেহ স্থানীয় ইউপি  চেয়ারম্যান শামসুল আলম মৃধা, বাগাডাঙ্গা গ্রামের ইউপি সদস্য ওবায়দুল ইসলামের উপস্থিতিতে তার পিতা ও আপন বড় ভাইয়ের নিকট হস্তান্তর করেন।
উল্লেখ্য, গত ১১ই এপ্রিল  সকালে  পলিয়ানপুর সীমান্তের পিলার-৬০/২০-আর  এর ভারতীয় ইছামতি নদীতে ওয়াসিমের লাশ পাওয়া যায়। পরে তার লাশ ভারতীয় বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। দুই দেশের দীর্ঘ চিঠি চালচালির পর অবশেষে ওয়াসিমের মৃতদেহ প্রায় ৩ মাস পর ফেরত দেয় ভারতীয় পুলিশ।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

১০

মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা/ মোবাইল চোরকে সহযোগিতা করাই কাল হলো

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status