বাংলারজমিন
ফটিকছড়িতে চাচাতো বোনকে কুপিয়ে হত্যা
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
৬ জুলাই ২০২৫, রবিবারচট্টগ্রামের ফটিকছড়িতে চাচাতো বোনকে কুপিয়ে হত্যা করেছে রতন দাশ (৩৭) নামের এক যুবক। গতকাল দিবাগত রাত ৪টার দিকে উপজেলার উদালিয়া চা-বাগানের পহেলা টিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুপ্তা মাজি (১৫) ওই এলাকার চা শ্রমিক কৃষ্ণ মাজির মেয়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সুপ্তা চাচাতো ভাই রতন দাশের সঙ্গে থাকতো। তাকে চা-বাগানের কাজ বাদ দিয়ে কাপড় সেলাই কাজ শিখতে বলে। সে কাজ শিখতে রাজি না হওয়ায় গভীর রাতে ঝগড়ায় লিপ্ত হয় ভাই-বোন। একপর্যায়ে ঘরে থাকা বঁটি দিয়ে তাকে আঘাত করে রতন। এতে সুপ্তার মাথার অনেকখানি কেটে যায়। পরে তাকে উদ্ধার করে শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উদালিয়া পুলিশ তদন্ত কেন্দ্র সূত্র জানায়, ঘটনা পর অভিযুক্তকে গ্রেপ্তার করে ভূজপুর থানা হেফাজতে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ভূজপুর থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।