বাংলারজমিন
ফেনীর দুই ছাত্রলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার
ফেনী প্রতিনিধি
৬ জুলাই ২০২৫, রবিবারফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি ছাত্রলীগের দুই নেতাকে রাজধানীর ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিভিন্ন সময়ে তাদের ডেমরা ও রামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ফেনী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবিন ও ফেনী পৌরসভার ১৭নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মো. নীরব। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ঠা আগস্ট নির্বিচারের গুলিবর্ষণের ঘটনায় একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রবিন রাজধানীর ডেমরা এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই এলাকার একটি মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে শরিবার ভোরে ঢাকা থেকে তাকে ফেনী মডেল থানায় আনা হয়। গ্রেপ্তার রবিন একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি হলেও তাকে আরও দুটি হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রবিন ইতিপূর্বে ফেনী শহরের নাজির রোড এলাকায় কিশোর গ্যাং-এর নেতৃত্বদানকারী হিসেবেও পরিচিত ছিলেন। অপরদিকে রাজধানীর রামপুরা এলাকায় ফেনী পৌরসভার ১৭নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মো. নীরব অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করে ঢাকা থেকে ফেনী মডেল থানায় আনা হয়। নীরবকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার ঘটনার বিস্ফোরকের দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান বলেন, আসামি রবিনকে তিনটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে শনিবার বিকালে আদালতে তুলে রিমান্ডের আবেদন জানানো হবে। এ ছাড়া নীরবকে বিস্ফোরকের দুইটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।