বাংলারজমিন
বিয়ের কথা বলে প্রেমিকাকে বাড়িতে এনে লাপাত্তা প্রেমিক
ধুনট (বগুড়া) প্রতিনিধি
৬ জুলাই ২০২৫, রবিবারধুনটে বিয়ের দাবিতে নাজমুল হাসান (৪০) নামে এক ব্যবসায়ীর বাড়িতে ২ দিন ধরে অবস্থান নিয়েছে তার প্রেমিকা সীমা খাতুন (২৭)। প্রেমিকা দাবি করেন, বিয়ের কথা বলে তাকে বাড়িতে ডেকে এনে বিয়ে না করে নাজমুল বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এ ঘটনায় শনিবার দুপুর ১২টায় ভুক্তভোগী সীমার বাবা বাদী হয়ে নাজমুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। প্রেমিক নাজমুল উপজেলার চৌকিবাড়ি গ্রামের মোমতাজুর রহমানের ছেলে এবং সীমা একই গ্রামের খোকা মণ্ডলের মেয়ে। সরজমিন দেখা যায়, সীমা বিয়ের দাবিতে প্রেমিকের ঘরে বসে আছেন। এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় নাজমুল বিয়ের কথা বলে তাকে বাড়িতে ডেকে এনে বিয়ে না করে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। থানায় অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৩ বছর আগে তাদের সম্পর্ক গড়ে ওঠে। এ অবস্থায় নাজমুলের পরিবার তাকে অন্যত্র বিয়ে করাবে বলে বিষয়টি টের পেয়ে সীমা নাজমুলের সঙ্গে যোগাযোগ করে। এ সময় বিয়েতে রাজি হয়ে সীমাকে বাড়িতে এনে নাজমুল কৌশলে নিরুদ্দেশ হয়। এ বিষয়ে সীমা জানায়, প্রায় ১৩ বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক। নাজমুল তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে গেছে। এরপর থেকেই নাজমুলকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল সে। বিয়ের কথা বলে বাড়িতে এনে নিরুদ্দেশ হয়ে গেছে নাজমুল। নাজমুলের পরিবারও এ সম্পর্ক না মানায় বাধ্য হয়েই তার বাড়িতে অবস্থান করি। বিয়ে না করলে আত্মহত্যার হুমকিও দেন তিনি। ধুনট থানার এসআই হায়দার আলী বলেন, এ ঘটনায় মেয়েটির বাবা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।