ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
৬ জুলাই ২০২৫, রবিবার

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল উপজেলার কুরুয়া বাজার এলাকায় এনা (ঢাকা মেট্রো ব ১৫-২২৭৫) ও ইউনিক পরিবহন (ঢাকা মেট্রো ব ১৫-১৮৬১) বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নাগারদিয়া গ্রামের জাফর শেখের ছেলে। তিনি ইউনিক বাসের হেলপার ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় দুই বাসের চালক সহ আরও ১০ জন যাত্রী আহত হয়েছেন। 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহন ও সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের বাস দু’টি কুরুয়া এলাকায় আসা মাত্র মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে প্রাথমিক উদ্ধার কাজ শুরু করে। এরপর স্থানীয় থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করেন।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

১০

মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা/ মোবাইল চোরকে সহযোগিতা করাই কাল হলো

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status