বাংলারজমিন
পরীক্ষা খারাপ হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা, পরিবারের আহাজারি
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
৬ জুলাই ২০২৫, রবিবার‘কাওসার সবসময় পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতো। অন্য কোনো নেশা বা প্রেম-টেমেও ছিল না। পরীক্ষা খারাপ হইছে, মানসে কি কইবে যদি ফেইল করে। কি উত্তর দিবে আমার ছেলে। এইয়া ভেবে পোলাডায় মইরা গেলরে। আল্লাহ রে আমি কারে নিয়া বাচমু, ও মাবুদ’- ঠিক এভাবেই আর্তনাদ করছেন কাওসারের বাবা বাবুল জোমাদ্দার। ঘটনাটি ঘটে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নে। এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় কাওসার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এত পুরো বেতাগী উপজেলা থমকে যায় তার এমন সিদ্ধান্তে। এ ঘটনায় তার পরিবারের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
কাওসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের কদমতলা এলাকার বাবুল জোমাদ্দারের বড় ছেলে। বাবা কাঠ কাটার স’মিলে দিনমজুরি করে পড়ালেখার খরচ দিতো। বাণিজ্য বিভাগের একজন মেধাবি শিক্ষার্থী হিসেবে বন্ধুদের কাছে পরিচিত ছিল সে। সহপাঠীরা জানায়, কাওসার মেধাবি ছিল। পড়ালেখার বাইরে অন্যকিছুর নেশা ছিল না। কিন্তু এভাবে মৃত্যুকে বরণ করে নিবে তা কল্পনাও করতে পারছি না। বেতাগী থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা পাঠানো হয়েছে।