ঢাকা, ২৫ মে ২০২৫, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

ভারত

বিশ্বের দেশে দেশে কূটনৈতিক মিশনে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠাচ্ছে ভারত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(১ সপ্তাহ আগে) ১৮ মে ২০২৫, রবিবার, ৯:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৪৬ অপরাহ্ন

mzamin

পেহেলগামে সন্ত্রাস ও অপারেশন সিঁদুরের পর ভারতের অবস্থান এবং সন্ত্রাসবাদ নিয়ে ভারতের উদ্বেগ গোটা বিশ্বের সামনে তুলে ধরতে ভারতের সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল কূটনৈতিক মিশনে দেশে দেশে ঘুরবেন। ভারতের  সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরন রিজেজু জানিয়েছেন, এই মিশনের লক্ষ্য হলো সমস্ত ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের জাতীয় ঐকমত্য এবং দৃঢ় দৃষ্টিভঙ্গি তুলে ধরা। 

শনিবার এই প্রতিনিধি দলের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। প্রত্যেক দলে এক বা একাধিক সাবেক কূটনীতিককে রাখা হয়েছে। এই সর্বদলীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন কংগ্রেস এমপি শশী থারুর, বিজেপির রবিশঙ্কর প্রসাদ ও বৈজয়ন্ত পান্ডা, জেডিইউর সঞ্জয় কুমার ঝা, ডিএমকের কানিমোঝি করুণানিধি, এনসিপি (শরদ পাওয়ার)-র সুপ্রিয়া সুলে, শিবসেনার শ্রীকান্ত একনাথ শিন্ডে। 

এই সর্বভারতীয় প্রতিনিধি দলে রয়েছেন কংগ্রেসের আনন্দ শর্মা, মনীশ তিওয়ারি, তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান, সিপিআইএমের ব্রিট্টাস, বিজেপির শমীক ভট্টাচার্য, রাজীব প্রতাপ রুডি, অনুরাগ ঠাকুর প্রমুখ। 

বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির প্রবল বিরোধী অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকেও প্রতিনিধিদলে নেয়া হয়েছে। 

বিজেপির রাজনৈতিক শত্রু হলেও পেহেলগাম হামলার পর রাজনৈতিক বিভেদ ভুলে সরকারের পাশে দাঁড়িয়েছেন তিনি। তিনি বলছেন, ‘ভারত সেই জিয়াউল হকের সময় থেকেই পাক মদতপুষ্ট সন্ত্রাসের শিকার। আমাদের গোটা বিশ্বের সামনে সেটা তুলে ধরতে হবে।’

সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালিসহ পশ্চিম এশিয়ার দেশগুলোতে যাবেন। আগামী সপ্তাহেই এই কূটনৈতিক মিশন কাজ শুরু করবে বলে জানানো হয়েছে।

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

পাকিস্তানে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব/ দিল্লি অধিকার প্রয়োগ করেছে

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status