ভারত
মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর
ক্যামেরা চালু থাকলেই কেন রক্ত টগবগ করে!
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(২ দিন আগে) ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়মিত আক্রমণ করে চলেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতার জন্য ট্রাম্পের কৃতিত্ব দাবি করার পর থেকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী কেন্দ্রকে আক্রমণ করে তীব্র করে তুলেছেন। বৃহষ্পতিবারই রাজস্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেগঘন বক্তৃতার প্রতিক্রিয়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী কটাক্ষ করে বলেছেন, ক্যামেরা চালু থাকলেই কেন তাঁর রক্ত টগবগ করে।
প্রধানমন্ত্রী মোদী বৃহষ্পতিবার রাজস্থানে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেছেন, অপারেশন সিঁদুর পাকিস্তানকে স্পষ্ট করে দিয়েছে যে ভারতে সন্ত্রাসী হামলা পরিচালনা এবং সমর্থন করার জন্য তাদের চরম মূল্য দিতে হবে। তিনি আরও ঘোষণা করেছেন, "মোদীর শিরায় রক্ত নেই, বরং গরম সিন্দুর (সিন্দুর) প্রবাহিত হচ্ছে।"
এরই প্রতিক্রিয়ায় সমাজমাধ্যমে রাহুল গান্ধী লিখেছেন,"মোদীজি, ফাঁকা বক্তৃতা দেওয়া বন্ধ করুন। শুধু বলুন, সন্ত্রাসবাদ সম্পর্কে পাকিস্তানের বিবৃতি আপনি কেন বিশ্বাস করলেন? ট্রাম্পের কাছে মাথা নত করে কেন আপনি ভারতের স্বার্থ বিসর্জন দিলেন? কেন কেবল ক্যামেরার সামনেই আপনার রক্ত টগবগ করে? আপনি ভারতের সম্মানের সাথে আপস করেছেন!"
এর আগে, কংগ্রেস নেতা জয়রাম রমেশ েএদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে "বড়-বড় শোনাচ্ছে অথচ ফাঁকা ফিল্মি স্টাইলে" সংলাপ বলার অভিযোগ এনেছেন।
জয়রাম রমেশ সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছেন. "বিকানেরের জনসভায় বড়-বড় কিন্তু ফাঁকা ফিল্মি সংলাপ ছুঁড়ে মারার পরিবর্তে প্রধানমন্ত্রীর উচিত তাকে জিজ্ঞাসা করা গুরুতর প্রশ্নের উত্তর দেওয়া।"
রমেশ প্রশ্ন করেছেন, "পহেলগামের নৃশংস খুনিরা এখনও কেন ধরা পড়েনি? অথচ তারা গত ১৮ মাসে পুঞ্চ, গগনগীর এবং গুলমার্গে তিনটি সন্ত্রাসী হামলার জন্য দায়ী ছিল। তিনি আরও ণিখেছেন, ”আপনি কেন কোনও সর্বদলীয় বৈঠকে সভাপতিত্ব করেননি এবং বিরোধী দলগুলিকে আস্থায় নেননি?"