ভারত
ভারতে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ৮
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(৬ দিন আগে) ১৯ মে ২০২৫, সোমবার, ২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে ভারতে গুপ্তচরবৃত্তির উপর নজরদারি বাড়ানো হয়েছে। গত কয়েকদিনে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বিভিন্ন রাজ্য থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে ব্যবসায়ী, ব্লগার, শিক্ষার্থী, নিরাপত্তারক্ষী রয়েছেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, চারজনকে হরিয়ানা থেকে, তিনজনকে পাঞ্জাব থেকে ও একজনকে উত্তর প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গুপ্তচরবৃত্তির অভিযোগে একজন ভ্রমণ ভ্লগারকে গ্রেপ্তারের পর হিসার পুলিশ সতর্ক করে দিয়েছিল যে, সমাজ মাধ্যমের তরুণ প্রভাবশালীরা শত্রু দেশগুলির লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। সহজে অর্থ লাভের আশায় এই ধরনের প্রভাবশালীরা ভুল পথে চালিত হচ্ছে বলে সতর্ক করেছেন হিসারের এসপি শশাঙ্ক কুমার সাওয়ান।
ইতিমধ্যেই গ্রেপ্তার হওয়া জ্যোতি মালহোত্রা একজন ভ্রমন ব্লগার। সে একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন। তার বিরুদ্ধে একাধিকবার পাকিস্তানে যাওয়া ও পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য পুলিশ পেয়েছে বলে দাবি করেছে। দিল্লিতে পাক হাইকমিশনেও তার যাতায়াত ছিল।
হরিয়ানার তরুণ শিক্ষার্থী দেবেন্দ্র সিং ধিঁলোও পুলিশের কাছে পাকিস্তান সফরের কথা স্বীকার করেছে। পুলিশের অভিযোগ, দেবেন্দ্র আইএসআই অফিসারদের গোপন তথ্য সরবরাহ করেছে।
হরিয়ানায় নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত নৌমান এলাহি পাকিস্তানে গোপন তথ্য পাচারের জন্য নিয়মিত অর্থ পেতো বলে পুলিশ জানতে পেরেছে।
পাক-ভারত উত্তেজনার মধ্যে ২৩ বছরের যুবক আরমান পাক হ্যান্ডলারকে তথ্য পাচার করছিল বলে পুলিশ প্রমাণ পেয়েছে বলে দাবি করেছে।
উত্তর প্রদেশের রামপুরের ব্যবসায়ী শাহজাদকে রোববার মোরাদাবাদ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল টাস্ক ফোর্স । সে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত সংবেদনশীল তথ্য তার হ্যান্ডলারদের কাছে পৌঁছে দিয়েছিল বলে পুলিশ দাবি করেছে। সে একাধিকবার পাকিস্তান সফর করেছিল এবং প্রসাধনী, পোশাক এবং মশলা পাচারের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।
গুজরাট পুলিশ জলন্ধরে অভিযানের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদ মুর্তজা আলীকে গ্রেপ্তার করে। অভিযোগ, সে পাকিস্তানের আইএসআইয়ের জন্য গুপ্তচরবৃত্তি করছিল। পুলিশ জানিয়েছে, সে নিজের তৈরি একটি মোবাইল অ্যাপের মাধ্যমে এই তথ্য পাচারের কাজ করেছিল। তার কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং তিনটি সিমকার্ড পাওয়া গেছে। চরবৃত্তির অভিযোগে পাঞ্জাব থেকে গিজালা ও ইয়ামিন মোহাম্মদ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।