ঢাকা, ২৫ মে ২০২৫, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

ভারত

শ্রীনগরে দুর্যোগে পড়া বিমানে অল্পের জন্য রক্ষা পেলেন তৃণমূলের প্রতিনিধিদল

সেবন্তী ভট্টাচার্য্য, কলকাতা থেকে

(৩ দিন আগে) ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ২:১৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৫৯ অপরাহ্ন

দুর্যোগের কবলে পড়ে উড়ে গিয়েছে ইন্ডিগো  বিমানের সামনের অংশ। সেই অবস্থায় কোনও রকমে বেঁচে ফিরলেন তৃণমূলের পাঁচ সংসদ সদস্য। বুধবার সন্ধ্যায় মাঝ আকাশে তীব্র এয়ার টার্বুল্যান্সের কবলে পড়ে  ইন্ডিগো সংস্থার দিল্লি থেকে শ্রীনগরগামী একটি উড়ান। এ দিন সন্ধ্যায় দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় আচমকাই আবহাওয়া অত্যন্ত খারাপ হয়ে যায়। এর ফলে মাঝ আকাশে বিপদে পড়েছিল ইন্ডিগোর ফ্লাইট ৬ই২১৪২। উড়ানটিতে মোট ২২৭ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন তৃণমূল কংগ্রেসের কাশ্মীরগামী পাঁচ সদস্যের প্রতিনিধি দলও। শেষ পর্যন্ত সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ শ্রীনগর বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে উড়ানটি। শ্রীনগরের কাছাকাছি পৌঁছনোর পরই শুরু হয় প্রবল শিলাবৃষ্টি। ভারী শিলার আঘাতে বিমানের নাক অর্থাৎ, সামনের অংশের ব্যাপক ক্ষতি হয়। একপাশে বড় মাপের গর্ত হয়ে যায়। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হন পাইলট। 

তৃণমূলের যে পাঁচ সদস্যের প্রতিনিধি দল উপত্যকার উদ্দেশে রওনা দেয়, তাতে শামিল ছিলেন দলের সংসদ সদস্য ডেরেক ও’ব্রায়েন, নাদিমুল হক, সাগরিকা ঘোষ, মানস ভুঁইয়া এবং মমতাবালা ঠাকুর। সেই মুহূর্তে বিমানে থাকার অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সাগরিকা। তিনি বলেন, “মৃত্যুকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা হল। মনে হচ্ছিল, সব শেষ হয়ে গেল। লোকজন চিৎকার করছিলেন, প্রার্থনা করছিলেন, চোখেমুখে আতঙ্ক ফুটে উঠছিল সকলের। পাইলটকে সেলাম, যিনি আমাদের ওই পরিস্থিতি থেকে বের করে এনেছেন। নেমে দেখলাম, বিমানের নাকের অংশ উড়ে গিয়েছে।” সাগরিকার সতীর্থরাও পাইলটকে ধন্যবাদ জানান। দুর্যোগের সময় বিমানের ভিতর কী পরিস্থিতি তৈরি হয়েছিল, তার ভিডিও-ও সামনে এসেছে, যাতে আসনে বসে থাকা যাত্রীদের রীতিমতো দুলতে দেখা যাচ্ছে। মাথা নীচু করে প্রার্থনা করছেন কেউ, কেউ অন্য আসনে বসে থাকা পরিচিতকে হাত তুলে আশ্বাস দিচ্ছেন। ভেসে আসছে চিৎকার চেঁচামেচির শব্দও। 

মাঝ আকাশে বিপদে পড়লেও তৃণমূলের প্রতিনিধি দলের সকলে নিরাপদেই আছেন। শ্রীনগর বিমানবন্দরে তোলা তাঁদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল।  জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকও করেন তাঁরা। সূত্রের খবর উড়ানটি শ্রীনগরে নিরাপদে অবতরণের পরে সমস্ত যাত্রী এবং ক্রু’দের নিরাপদ এলাকায় নিয়ে যাওয়া হয়। যাত্রীদের কারও কারও সামান্য আঘাত লাগলেও বড় কোনও জখমের খবর পাওয়া যায়নি। তবে যথেষ্ট ক্ষতি হয়েছে বিমানটির। বিমানটিকে ‘এয়ারক্রাফ্ট অন গ্রাউন্ড’ ঘোষণা করে জরুরি ভিত্তিতে মেরামতের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

পাকিস্তানে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব/ দিল্লি অধিকার প্রয়োগ করেছে

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status