ঢাকা, ২৫ মে ২০২৫, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

ভারত

পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি স্থগিতের কারণ জাতিসংঘে ব্যাখ্যা করলো ভারত

মানবজমিন ডিজিটাল

(১ দিন আগে) ২৪ মে ২০২৫, শনিবার, ১:২৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৯ পূর্বাহ্ন

পেহেলগাম সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার ভারতের সিদ্ধান্ত ছিল একাধিক কারণের দ্বারা পরিচালিত একটি সুচিন্তিত প্রক্রিয়ার ফলাফল। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনী হরিশ একথা বলেছেন। নয়াদিল্লি ইতিমধ্যেই স্পষ্ট করে বলেছে যে ১৯৬০ সালের পানি বণ্টন চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান, ভারত নয়। জাতিসংঘের মঞ্চে সিন্ধু পানি চুক্তি সম্পর্কে পাকিস্তানি প্রতিনিধিদলের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর  অভিযোগ তুলেছেন হরিশ। তিনি চুক্তি স্থগিত করার মূল কারণগুলো তুলে ধরেছেন, যার মধ্যে বারবার সীমান্ত সন্ত্রাসবাদের ঘটনার উল্লেখ রয়েছে। পেহেলগাম হামলা যার সর্বশেষ উদাহরণ। জাতিসংঘে সিন্ধু চুক্তি স্থগিতের কারণ ব্যাখ্যা করতে গিয়ে হরিশ বলেন, “পাকিস্তানের উপর আস্থা রেখে, বিশ্বাস করে ৬৫ বছর আগে ভারত এই চুক্তি করেছিল। যার প্রস্তাবনায় বলা হয়েছিল, চুক্তিটি স্বদিচ্ছা ও বন্ধুত্বের উপর ভিত্তি করে সম্পাদিত হয়েছে। কিন্তু পাকিস্তান সেই বিশ্বাস, বন্ধুত্বের মর্যাদা রাখেনি। প্রায় সাড়ে ছয় দশক ধরে পাকিস্তান এই চুক্তির অবমাননা করেছে। ভারতের বুকে ৩টি যুদ্ধ ও হাজার হাজার জঙ্গি হামলা চালিয়েছে পাক সন্ত্রাসীরা। গত চার দশক ধরে ২০ হাজারের উপর নিরীহ ভারতীয় এই সন্ত্রাসবাদের শিকার হয়েছেন। ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগাম হামলা সেই নৃশংসতার প্রমাণ।” 

তিনি জোর দিয়ে বলেন যে, ‘যদিও ইসলামাবাদ ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে আশ্রয় দিয়েছে, তবুও নয়াদিল্লি এই সময়কালে  অসাধারণ ধৈর্য এবং উদারতা দেখিয়েছে। পাক সমর্থিত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ বেসামরিক নাগরিকদের জীবন, ধর্মীয় সম্প্রীতি এবং অর্থনৈতিক সমৃদ্ধিকে বিপন্ন  করতে চায়’।

রাষ্ট্রদূত হরিশের মতে, আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ ছাড়াও, ভারতের জ্বালানি চাহিদা এবং বাঁধের নিরাপত্তা সহ অন্যান্য কারণগুলোও এই সিদ্ধান্তের নেপথ্যে কাজ করেছে। জাতিসংঘের কূটনীতিক নিরাপত্তা পরিষদকে উল্লেখ করেছেন যে বাঁধের অবকাঠামো প্রযুক্তির অগ্রগতির ফলে নিরাপত্তা এবং পরিচালনা দক্ষতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। তবে, কিছু পুরানো বাঁধ এখনও গুরুতর নিরাপত্তা উদ্বেগ তৈরি করে চলেছে। 

হরিশের অভিযোগ, ‘পাকিস্তান এই অবকাঠামোর যেকোনো পরিবর্তন এবং চুক্তির অধীনে অনুমোদিত বিধানগুলোর  যেকোনো পরিবর্তনকে ধারাবাহিকভাবে বাধাগ্রস্ত করে চলেছে। বাস্তবে, ২০১২ সালে সন্ত্রাসীরা জম্মু ও কাশ্মীরে তুলবুল নেভিগেশন প্রকল্পেও আক্রমণ করেছিল। এই নিন্দনীয় কাজগুলো  আমাদের প্রকল্পগুলোর নিরাপত্তা এবং বেসামরিক নাগরিকদের জীবনকে বিপন্ন করে তুলছে।’

হরিশের মতে, ভারত গত দুই বছরে বেশ কয়েকবার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে চুক্তির সংশোধনী নিয়ে আলোচনা করতে বলেছে। তবে, পাকিস্তান সেগুলো  প্রত্যাখ্যান করে আসছে। একইসঙ্গে ভারতের পক্ষ থেকে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনী হরিশ স্পষ্ট করে দিয়েছেন, ‘পাকিস্তান,  বিশ্বাসযোগ্যভাবে এবং অপরিবর্তনীয়ভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি তার সমর্থন বন্ধ না করা পর্যন্ত সিন্ধু পানি চুক্তিটি স্থগিত থাকবে। এটা স্পষ্ট যে পাকিস্তানই সিন্ধু পানি চুক্তি লঙ্ঘন করে চলেছে।’

সূত্র : ইন্ডিয়া টুডে

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

পাকিস্তানে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব/ দিল্লি অধিকার প্রয়োগ করেছে

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status