ভারত
পাক পতাকার ক্রেতা-বিক্রেতা চিহ্নিত করতে নির্দেশ কলকাতা পুলিশের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ সপ্তাহ আগে) ১৮ মে ২০২৫, রবিবার, ৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

ভারত ও পাকিস্তানের মধ্যেকার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সুযোগ নিয়ে সাম্প্রদায়িক পরিবেশ নষ্ট করার লক্ষ্যে পাকিস্তানের পতাকার ব্যবহার নিয়ে উদ্বিগ্ন আইন শৃঙ্খলা বাহিনী। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা কোথায় পাক পতাকা তৈরি হচ্ছে বা ছাপা হচ্ছে, কারা সেগুলি বিক্রি করছে, কারাই বা সেগুলি কিনছে এবং কোথায় যাচ্ছে তার উপর নজর রাখার জন্য সব থানাকে নির্দেশ দিয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানি পতাকার অপব্যবহার করে যাতে সমাজে ঘৃণা ও অশান্তি ছড়াতে না পারে তাই এই সতর্কতা। শনিবার বডিগার্ড মাসিক ক্রাইম মিটিংয়ে থানাগুলিকে এই নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার। কিছুদিন আগেই উত্তর ২৪ পরগনায় একটি রেল স্টেশনে পাক পতাকা টাঙিয়ে সম্প্রীতি নষ্টের চেষ্টা হয়েছিল। পুলিশ সেই ঘটনা ২ জনকে গ্রেফতারও করেছিল।
এখন তাই সতর্কতা হিসেবে পুলিশ কমিশনারের স্পষ্ট বক্তব্য, যাঁরা পাকিস্তানের পতাকা কিনছেন, তাঁরা কারা, কোথায় থাকেন, ওই পতাকা নিয়ে তাঁরা কী করবেন, সেই সমস্ত তথ্য এবার থেকে কলকাতা পুলিশকে জানাতে হবে।
উল্লেখ্য, এর আগে ই-কমার্স সংস্থাগুলির বিরুদ্ধে পাকিস্তানি পতাকা বিক্রির অভিযোগ ওঠে। ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের প্রথমে বিষয়টি নজরে আসে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং ক্রেতাসুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশীকে চিঠি দেন তাঁর। ওই চিঠিতে একাধিক অনলাইন শপিং সাইটের বিরুদ্ধে পাকিস্তানি পতাকা-সহ শত্রু দেশের নানা সামগ্রী বিক্রি হচ্ছে বলে জানানো হয়। এরপরেই ই-কমার্স সাইটগুলিকে কেন্দ্রের তরফে নোটিশ পাঠিয়ে পাক পতাকা বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয় ।