ঢাকা, ২৫ মে ২০২৫, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

ভারত

ভারতের উত্তর প্রদেশে ঝড়বৃষ্টি এবং বজ্রপাতে ৪৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(২ দিন আগে) ২৩ মে ২০২৫, শুক্রবার, ৭:২৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৮ অপরাহ্ন

mzamin

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ঝড়বৃষ্টি এবং বজ্রপাতে ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। কাসগঞ্জ ও ফতেপুর জেলাতেই মৃতের সংখ্যা সবচেয়ে  বেশি । রাজ্যটির ১৮টি জেলায় হয়েছে এই প্রাকৃতিক দুর্যোগ। আবহাওয়া দফতর জানিয়েছে, পাঞ্জাবের উপরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। তার জেরে ৬০-১০০ কিমি বেগে ঝড় এবং বৃষ্টি হয়েছে উত্তরপ্রদেশের বেশকিছু অংশে। সোমবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। আর সেজন‌্য রাজ্যটি জুড়ে সতর্কতা জারি করা হয়েছে।

উত্তর প্রদেশ রাজ্য প্রশাসনের এক মুখপাত্র জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের জেরে ১৮টি জেলায় প্রাণহানি এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যে ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু হয়েছে ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতে। তার মধ্যে কাসগঞ্জ এবং ফতেপুরে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এই দুই জেলার প্রতিটিতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। মেরঠ এবং আরাইয়ায় চার জন করে মারা গিয়েছেন। বুলন্দশহর, গৌতমবুদ্ধ নগর, কানপুর নগর, কনৌজ এবং এটায় তিন জন করে মারা গিয়েছেন। দু’জন করে মারা গিয়েছে গাজ়িয়াবাদ, এটাওয়া, কানপুর দেহাতে। এক জন করে মারা গিয়েছে ফিরোজাবাদ, আলিগড়, হাথরস এবং অমেঠিতে। এ ছাড়াও চিত্রকূট এবং অম্বেডকরনগরে এক জন করে মারা গিয়েছে।

মৃতদের পরিবারগুলি যাতে দ্রুত ক্ষতিপূরণ পায় সেজন্য জেলা প্রশাসনকে  নির্দেশও দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। এমনকি কোন জেলায় কত প্রাণহানি, সম্পত্তির ক্ষয়ক্ষতি, ফসলের কত ক্ষতি হয়েছে, তার তথ্য সংগ্রহ করে দ্রুত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

পাকিস্তানে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব/ দিল্লি অধিকার প্রয়োগ করেছে

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status