ভারত
'আমরা অনবরত সীমান্তে নজর রেখে চলেছি, দেশের সবাই নিরাপদ': আশ্বাস ইসরো প্রধানের
মানবজমিন ডিজিটাল
(২ দিন আগে) ২৩ মে ২০২৫, শুক্রবার, ২:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

মহাকাশ বিভাগ প্রতিটি ভারতীয় নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে। কলকাতায় ঝটিকা সফরে এসে এই আশ্বাস দিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) চেয়ারম্যান ভি. নারায়ণন। ইসরোর চেয়ারম্যান বলেন, ‘পাকিস্তানসহ দেশের সমস্ত সীমান্ত মিলিয়ে ১১ হাজার ৫০০ কিলোমিটার সীমান্ত ইসরো মনিটর করছে অনবরত। আবারও বলছি, দেশের সবাই নিরাপদ।’
অপারেশন সিঁদুরের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনার পর তার মন্তব্য সামনে এলো। ইসরোর চেয়ারম্যানের কথায়, ‘এই মুহূর্তে, আমাদের কক্ষপথে ৫৯টি উপগ্রহ রয়েছে যা ভারতের সাধারণ মানুষের সেবায় নিয়োজিত।’
নবজাগরণের পথিকৃত রাজা রামমোহন রায়ের ২৫৩ তম জন্মবার্ষিকীর দিনে দক্ষিণ কলকাতার রামমোহন মিশন স্কুলের বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসরোর চেয়ারম্যান। দেশের নিরাপত্তার প্রসঙ্গ উঠল সেখানেই। সাংবাদিকদের জবাব দিতে গিয়ে এদিন এই অনুষ্ঠানেই ১৯৮৮-র খড়গপুর আইআইটির ছাত্র ড. নারায়ণন বারবার স্পষ্ট করে দিয়েছেন, দেশ নিরাপদ হাতে রয়েছে। তার হাতে রামমোহন আচার্য সম্মান তুলে দেন রামমোহন মিশনের সভাপতি সুজয় বিশ্বাস।
ভি. নারায়ণনের কথায়, ‘ইসরোতে, আমরা কোনও কিছুকেই ব্যর্থতা বলে মনে করি না। প্রতিটি সুযোগই শেখার, বোঝার এবং নিজেদের উন্নত করার জন্য। যখনই কোনও বিপত্তি আসে, তখন শেখার জেদ বেড়ে যায়... যখনই কোনও সমস্যা হয়, আমরা সেটাকে সুযোগ হিসেবে ব্যবহার করি।’
তিনি বিশ্বাস করেন যে, জনসংখ্যার ৫০ শতাংশ নারীর অংশগ্রহণ ছাড়া ভারত এগিয়ে যেতে পারে না। নারায়ণন বলেন, আমরা সমান সুযোগ এবং উৎসাহ প্রদান করি। (ইসরোতে) প্রচুর নারী কর্মী রয়েছেন। তারা অসাধারণ কাজ করছেন। বর্তমানে, সম্ভবত প্রায় ২০ শতাংশ বিজ্ঞানী নারী তবে সংখ্যাটা ৪০ শতাংশেরও বেশি হওয়া উচিত।'
সূত্র : টেলিগ্রাফ ইন্ডিয়া