ভারত
পাক হাইকমিশনের আরও এক আধিকারিককে ভারত ছাড়ার নির্দেশ
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(৩ দিন আগে) ২১ মে ২০২৫, বুধবার, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:০১ অপরাহ্ন
ভারতে অবস্থিত পাক হাইকমিশনের আরও এক আধিকারিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ভারত। সেই পাক আধিকারিককে ২৪ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে। বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রক থেকে বিবৃতি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে। একই সঙ্গে পাক হাই কমিশনের ভারপ্রাপ্ত আধিকারিককে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এই পাক আধিকারিকের নাম প্রকাশ করেনি ভারত। এর আগে গত সপ্তাহে পাক হাই কমিশনের আরও এক আধিকারিক এহসান-উর-রহিম ওরফে দানিশকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছিল ভারত সরকার।
বুধবার দেওয়া পররাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতে পাক হাই কমিশনের ভারপ্রাপ্ত আধিকারিককে বলা হয়েছে, পাক হাই কমিশনের আধিকারিকেরা যাতে কোনও ভাবেই নিজেদের পদমর্যাদা এবং সুবিধার অপব্যবহার না করেন, তা নিশ্চিত করা হয়।
পাকিস্তানি গুপ্তচরদের সাহায্যের অভিযোগে ভারতীয় সমাজমাধ্যমের প্রভাবীদের সঙ্গে পাক হাইকমিশনের আধিকারিকদের যোগাযোগের নানা অভিযোগ উঠেছে। পররাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ওই পাক আধিকারিক এমন কিছু কাজের সঙ্গে যুক্ত ছিলেন, যা তার পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়
অপারেশন সিঁদুর’-এর পরবর্তী সময়ে পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগের অভিযোগে একাধিক ভারতীয় গ্রেফতার হয়েছেন। ধৃতদের মধ্যে বেশির ভাগই পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশের বাসিন্দা। জ্যোতির গ্রেফতারির পর হরিয়ানার হিসার জেলার পুলিশ সুপার শশাঙ্ককুমার সাওয়ান জানিয়েছিলেন, ‘আধুনিক যুদ্ধ’ সবসময় সীমান্তে লড়া হয় না। সমাজমাধ্যম প্রভাবীদের ব্যবহার করে নিজেদের একপেশে গল্প তুলে ধরার চেষ্টা করা হয়। পাকিস্তানি গুপ্তচরেরা সম্প্রতি নিজেদের কাজের জন্য সমাজমাধ্যমের প্রভাবীদের ব্যবহার করার চেষ্টা শুরু করেছে বলে অভিযোগ উঠেছে।