ভারত
ফের ছত্তিশগড়ে এনকাউন্টারে নিহত ২৬ মাওবাদী
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(৪ দিন আগে) ২১ মে ২০২৫, বুধবার, ২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৩১ অপরাহ্ন
ভারতের ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের এনকাউন্টারে ২৬ জন মাওবাদী নিহত হয়েছে। বুধবার পুলিশ সূত্রে এই তথ্য জানানো হয়েছে। নারায়নগড় জেলার অবুঝমাঢ়ে এখনও চলছে পুলিশের অভিযান। দুর্গম পাহাড়ি এলাকা অবুঝমাঢ় মাওবাদীদের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। ছত্তিশগড়ের স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা জানিয়েছেন, নারায়ণপুর, বিজাপুর, দান্তেওয়াড়া ও কোন্ডাগাঁও জেলার সীমান্তবর্তী এলাকায় বড়সড় অভিযান চলছে। নিরাপত্তা বাহিনীর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু করা হয়। এখনও পর্যন্ত ২৬ জন মাওবাদী নিহত হয়েছে। একই সঙ্গে বড় এক কমান্ডার এই অপারেশনে আটকা পড়েছেন। অভিযান এখনও চলছে, নিহত মাওবাদীদের সংখ্যা আরও বাড়তে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা আরও জানিয়েছেন, এনকাউন্টারে এক সেনা জওয়ান আহত হয়েছেন এবং এক পুলিশ কর্মী নিহত হয়েছেন। কয়েক দিন আগে কারেকুট্টা পাহাড় অঞ্চলে এনকাউন্টারে ৩১ জন মাওবাদী নিহত হয়েছিল।
নারায়ণপুরের পুলিশ সুপার প্রভাত কুমার জানিয়েছেন, মার ডিভিশনের নকশালদের এক বড় নেতার লুকিয়ে থাকার খবর পাওয়া গিয়েছিল। এই আবহে শনিবার সকাল থেকে নারায়ণপুর, দান্তেওয়াড়া, বিজাপুর ও কোন্ডাগাঁওয়ে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে। দু'পক্ষ থেকে থেমে থেমে গোলাগুলি হচ্ছে। বহু মাওবাদীকে খতম করার খবর পাওয়া গেছে। অভিযান ও তল্লাশি এখনও চলছে।
২০২৬ সালের মধ্যে মাওবাদমুক্ত ভারতের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ছত্তিশগড়, ঝড়খণ্ডের মতো মাও অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক ভাবে শুরু হয়েছে। গোয়েন্দাদের মতে, বর্তমানে কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় ৩ হাজার আধাসেনাকে নামানো হয়েছে। ২১ এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয়েছে অভিযান। ছত্তিশগড়, মহারাষ্ট্র ও তেলেঙ্গানা সীমানা ঘেঁষা পাহাড় ও জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা ১০০০ মাওবাদীকে ধরতে নামানো হয়েছে প্রায় ২০ হাজারের বেশি যৌথ বাহিনীকে।