দেশ বিদেশ
ওলামা দলের চার জেলা এক মহানগর কমিটি বিলুপ্ত
স্টাফ রিপোর্টার
৭ অক্টোবর ২০২৪, সোমবারজাতীয়তাবাদী ওলামা দলের মেয়াদোত্তীর্র্ণ চার জেলা ও এক মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাতীয়তাবাদী ওলামা দলের সিলেট জেলা, সিলেট মহানগর, মৌলভীবাজার জেলা, হবিগঞ্জ জেলা এবং সুনামগঞ্জ জেলার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব এডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন রোববার এ আদেশ প্রদান করেন বলেও বিবৃতিতে জানানো হয়।