ঢাকা, ৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, ২৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ৬ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

৫ প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃত ঋণখেলাপি ঘোষণা করলো ন্যাশনাল ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার
৭ অক্টোবর ২০২৪, সোমবার

৫ প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসেবে ঘোষণা করলো ন্যাশনাল ব্যাংক লিমিটেড। গত ২রা অক্টোবর ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সাদ মুসা গ্রুপ ও এর অপর সহযোগী প্রতিষ্ঠান রেডিয়াম কম্পোজিট টেঙটাইল মিলস লি., এফএমসি ডকইয়ার্ড লি. ও এর অপর সহযোগী প্রতিষ্ঠান ফ্রেন্ডস মাল্টি ট্রেড করপোরেশন এবং ব্রডওয়ে রিয়েল এস্টেট লি.কে ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসেবে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়। এসব প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ ৫ হাজার ৬২৪ কোটি টাকা। ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত নির্দেশনা পরিপালন করে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসেবে সাদ মুসা গ্রুপ, আগ্রাবাদ শাখা, খেলাপি ঋণের পরিমাণ ২ হাজার ২৮১ কোটি ২৭ লাখ ও এর অপর সহযোগী প্রতিষ্ঠান রেডিয়াম কম্পোজিট টেঙটাইল মিলস লি., দিলকুশা শাখা খেলাপি ঋণের পরিমাণ ৯৮৬ কোটি ৯৬ লাখ, এফএমসি ডকইয়ার্ড লি. দিলকুশা শাখা খেলাপি ঋণের পরিমাণ ১ হাজার ২৩৯ কোটি ৩৩ লাখ ও এর অপর সহযোগী প্রতিষ্ঠান ফ্রেন্ডস মাল্টি ট্রেড করপোরেশন দিলকুশা শাখা খেলাপি ঋণের পরিমাণ ৩৭৬ কোটি ১৬ লাখ, ব্রডওয়ে রিয়েল এস্টেট লি. মহাখালী শাখা খেলাপি ঋণের পরিমাণ ৭৪১ কোটি ৩২ লাখ টাকা। এসব প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসেবে চূড়ান্ত অনুমোদন প্রদান করেছে ব্যাংকটি। পর্ষদ কর্তৃক তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status