দেশ বিদেশ
সিলেটে ঘরে ঘরে গ্যাস সংযোগ দিয়ে জাতীয় গ্রিডে নেয়ার জন্য জোর দাবি-গণদাবি পরিষদ
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৮ নভেম্বর ২০২৪, শুক্রবারবৃহত্তর সিলেট গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির নিয়মিত সাপ্তাহিক সভা গতকাল বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ৯নং সুরমা মার্কেটের ৩য় তলায় অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আব্দুল খালিকের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মো. বদরুল ইসলাম জাহাঙ্গীরের পরিচালনায় সভায় বক্তারা বলেন, সিলেট গ্যাস ফিল্ডের ৭নং কূপে পর্যাপ্ত পরিমাণ গ্যাস নতুন করে উত্তোলন করা হচ্ছে, অথচ সিলেটের স্থানীয় মানুষের ঘরে গ্যাস না দিয়ে জাতীয় গ্রিডে গ্যাস নেয়া হচ্ছে। সিলেটের মানুষের চাহিদা পূরণ করে জাতীয় গ্রিডে গ্যাস নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সিলেটের মানুষ দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার। আল্লাহর প্রদত্ত গ্যাস যেহেতু পর্যাপ্ত পরিমাণে উত্তোলন হচ্ছে, সে ক্ষেত্রে সিলেটের ঘরে ঘরে জরুরিভিত্তিতে গ্যাস সংযোগ প্রদানের জোর দাবি জানাচ্ছি, অন্যথায় আন্দোলন গড়ে তুলে, জাতীয় গ্রিডে গ্যাস নেয়া বন্ধ করে দেয়া হবে। সভায় সিলেট-আখাউড়া ডাবল রেললাইন এবং সিলেট-ছাতক রেললাইন জরুরি ভিত্তিতে চালু করার জন্য এবং দীর্ঘ দিন কেন বন্ধ রাখা হলো তা তদন্ত করে বের করা এবং রেলওয়ে লাইনের উভয়পাশে অবৈধভাবে গড়ে ওঠা বাসাবাড়ি, দোকান, মার্কেট উচ্ছেদ ও সিলেট মহানগরীর বিভিন্ন রাস্তা জরুরিভিত্তিতে মেরামতের জোর দাবি জানান। সভায় বক্তব্য রাখেন এডভোকেট মাওলানা আব্দুর রকিব, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট আব্দুল অদুদ, কামরুজ্জামান তারা, মারিয়ান চৌধুরী মাম্মি, ডা. হাবিবুর রহমান, সাংবাদিক এম.এ হান্নান, ক্ষমা রাণী দে, এডভোকেট মামুন উর রশিদ, ইকবাল হোসেন আফাজ, আব্দুল মুমিন লাহীন, মুহিবুল ইসলাম ফটিক, আবুল কাশেম হেলাল তপাদার, রুনা বেগম, রায়হান আহমদ, জাকারিয়া আহমদ মুমিন, রহিমা বেগম, নাদিয়া ফেরদৌসসহ প্রমুখ নেতৃবৃন্দ।