বাংলারজমিন
রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান খুন
ঘাতক চিকিৎসক ও ব্যাংকার গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
৮ জুলাই ২০২৫, মঙ্গলবারনারায়ণগঞ্জের রূপগঞ্জে সমকামিতার সম্পর্ক ছিন্ন করার জেরে পারভেজ হাসান (৩৫) নামের এক ইলেকট্রিশিয়ানকে নৃশংসভাবে খুনের ঘটনায় জড়িত এক চিকিৎসক ও এক ব্যাংকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে কুমিল্লা ও নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. আরমান মোল্লা এবং কুমিল্লার মুরাদনগরে একটি বেসরকারি ব্যাংকের কোষাধ্যক্ষ মেহেদী হাসান। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, নিহত পারভেজের সঙ্গে দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সমকামিতার সম্পর্ক ছিল। সমপ্রতি পারভেজ সম্পর্ক ছিন্ন করতে চাইলে তাদের মধ্যে বিরোধ শুরু হয়। গত ৪ঠা জুলাই রাতে আমলাবো এলাকার গিয়াসউদ্দিন হাজীর ছয়তলা বাড়িতে এই ঘটনা ঘটে। তিনি আরও জানান, ঘটনার দিন পারভেজ ও মেহেদীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সহযোগী অধ্যাপক আরমান মোল্লা পেছন থেকে পারভেজকে জাপটে ধরলে মেহেদী তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পারভেজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর নিহতের ভাই থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে এবং কুমিল্লা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। নিহত পারভেজ হাসান পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের শুকচর পূর্বচরতারাপুর এলাকার । তিনি রূপগঞ্জের আমলাবো এলাকায় গিয়াসউদ্দিন মোল্লার ছয়তলা ভবনের চিলেকোঠায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। জানা গেছে, ব্যাংকার মেহেদী হাসানও পারভেজের সঙ্গেই সেখানে থাকতেন। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত সম্পর্কের জটিলতা এবং মানসিক দ্বন্দ্বই মূল কারণ ছিল। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।