বাংলারজমিন
হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট মৌলভীবাজার শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৮ জুলাই ২০২৫, মঙ্গলবার বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার ২৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির আহ্বায়ক হলেন- এডভোকেট রুনু দত্ত, যুগ্ম আহ্বায়ক এডভোকেট শৈলেন্দ্র মোহন পাল, সদস্য সচিব শ্যামলী সুত্র ধর। সদস্যরা হলেন- এডভোকেট সুনীল কুমার দাস, এডভোকেট গোবিন্দ মোহন পাল, স্বাগত কিশোর দাস চৌধুরী, রঞ্জন পাল রঞ্জু, এডভোকেট শৈলেন্দ্র চন্দ্র রায়, পরিতোস দাস গুপ্ত, রুপক চন্দ্র দেব, শংকর দুলাল দেব, পলাশ দাস, পুষ্প কুমার কানু, মানিক দাস, সাধন দেব, পরিমল দাস, রঞ্জিত দেবনাথ, বিধান দে, দীবাকর দাস, দেবদাস ভট্টাচার্য্য, গীতা রানী চন্দ, স্বপন মল্লিক ইপি, প্রত্যুষ ধর, সুভাষ চন্দ্র রায়। সংগঠনের চেয়ারম্যান বিজয় কান্তি সরকার ও মহাসচিব এস এন তরুণ দে স্বাক্ষরিত সম্প্রতি সংগঠনের প্যাডে ২৪ জনের জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।