ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১২ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

নারীঘটিত কারণে মহেশপুর থানার ওসি ক্লোজড, তদন্ত কমিটি

ঝিনাইদহ প্রতিনিধি
৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সুপারের দপ্তর। স্ত্রী পরিচয়ে এক নারীকে নিয়ে যশোরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রেস্ট হাউসে অবস্থানের খবর পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। এরপর পুলিশের পক্ষ থেকে এ পদক্ষেপ গ্রহণ করা হয়। জানা গেছে, গত ৩০শে জুন এক নারী নিয়ে যশোর পাউবোর পুরাতন রেস্ট হাউসের কপোতাক্ষ কক্ষে উঠেছিলেন ওসি সাইফুল ইসলাম। খবর পেয়ে একটি ছাত্র সংগঠনের নেতা দলবল নিয়ে সেখানে উপস্থিত হন। রেস্ট হাউসের কক্ষের দরজায় ধাক্কাধাক্কির একপর্যায়ে ওসি সাইফুল বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলে তাকে টেনেহিঁচড়ে আবার ঘরের ভেতর নিয়ে যাওয়া হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপরই জেলা পুলিশের পক্ষ থেকে ওসি সাইফুলকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়। রেস্ট হাউসের কেয়ারটেকার মিজানুর রহমান বলেন, ওসি সাইফুল স্ত্রী পরিচয়ে এক নারীকে নিয়ে একটি  কক্ষে ছিলেন। তারপর অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম হয়। পাউবো যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের এক চিঠির ভিত্তিতে ওসি সাইফুলকে রেস্ট হাউসের কক্ষ বরাদ্দ দেয়া হয়। সেখানে ওই সময় কি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ওসি সাইফুল ইসলাম দাবি করেন, কোনো অনৈতিক কিছু ঘটেনি। 
তিনি যশোরে ব্যক্তিগত কাজে গিয়েছিলেন। নারী বন্ধুকে নিয়ে রেস্ট হাউসের একটি কক্ষে বসে গল্প করছিলাম। এ সময় কিছু ছাত্রনেতা এসে স্বাভাবিক কথাবার্তা বলে চলে যান। 
ঝিনাইদহের পুলিশ সুপার মনজুর মোর্শেদ বলেন, ঘটনার পরপরই ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সপার ইমরান জাকারিয়াকে সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ বিষয়ে কথিত ওই নারী পুলিশের কাছে এখন পর্যন্ত কোন অভিযোগই করেনি বলে একটি সূত্র জানায়।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status