ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১২ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

নবীগঞ্জে ফের দু’গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে
৮ জুলাই ২০২৫, মঙ্গলবার
mzamin

নবীগঞ্জে শুক্রবার রাতে শহরের নতুন বাজার মোড়ে সংঘর্ষের জের হিসেবে আনমনু ও তিমিরপুর গ্রামের সংঘর্ষে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে। যৌথ বাহিনী মাঠে নেমেও সংঘাত নিরসনে ব্যর্থ হয়েছে। একপর্যায়ে উপজেলা প্রশাসন রোববার বিকাল ৪টা থেকে শহরব্যাপী  সোমবার দুপুর ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। এরপরও কয়েকদফা সংঘর্ষ হয়েছে। 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মৎস্যজীবী অধ্যুষিত আনমনুর সঙ্গে তাদের গোত্রীয় বিভিন্ন এলাকার লোকজনের সহায়তার খবরে সংঘাত তীব্র আকার ধারণ করে। দুপুর থেকে বিকাল পর্যন্ত কয়েক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে শতাধিক দোকানপাট ভাঙচুর এবং শহরের ভেতর বাজারে অবস্থিত মৎস্যজীবীদের আড়তসহ ওই এলাকার ১৫-২০টি দোকানে অগ্নিসংযোগ করা হয়। মৎস্যজীবী অধ্যুষিত রাজাবাদ, রাজনগরের লোকজন পার্শ্ববর্তী চরগাঁও গ্রামের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর নিয়ে ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। হামলা, ভাঙচুরে কয়েক কোটি টাকার ক্ষতি দাবি করেন ব্যবসায়ীরা। হামলা ও ভাঙচুরে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার দাবি উঠেছে। 
উল্লেখ্য, শুক্রবার রাতে ইনাতগঞ্জ ইউনিয়নের মুনসুরপুর গ্রামের আশাহিদ আলীর সঙ্গে তিমিরপুর গ্রামের খরছুর বাকবিতণ্ডায় আনমনু গ্রামের বাদল জড়িত হয়। এ নিয়ে সালিশ বৈঠকে উভয়পক্ষ সম্মত হলেও অদৃশ্য ইন্ধনে ফের সংঘর্ষের ঘটনা ঘটে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status