বাংলারজমিন
নান্দাইলে বজ্রপাতে বাবা ছেলের মৃত্যু
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
৮ জুলাই ২০২৫, মঙ্গলবারময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। গত রোববার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ১১ নম্বর খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- আব্দুল্লাহপুর গ্রামের কৃষক মোস্তফা (৪৫) ও তার শিশুপুত্র আবদুল্লাহ (৯)। নান্দাইল মডেল থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নান্দাইল মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক মোস্তফা তার শিশুপুত্রকে নিয়ে বাড়ির পাশের জমিতে ধানের বীজতলা প্রস্তুতের কাজ করছিলেন। কাজ শেষে আনুমানিক বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ি ফেরার পথে হঠাৎ মুষলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় বিকট শব্দে বজ্রপাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তারা। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তাদের।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত
১
দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ
৩