বাংলারজমিন
আশুলিয়ায় চাকরিপ্রত্যাশীদের মহাসড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার, সাভার থেকে
৮ জুলাই ২০২৫, মঙ্গলবারসাভারের আশুলিয়ায় চাকরির দাবিতে ডিইপিজেডের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চাকরিপ্রত্যাশীরা। প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর খবর পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। গতকাল সকাল ৯টা থেকে ঢাকা ইপিজেডের সামনে বেশ কিছু চাকরিপ্রত্যাশী চাকরির দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় ব্যস্ততম এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আশুলিয়া থানাধীন গনকবাড়ি এলাকায় অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ডিইপিজেড)-এর সামনে নতুন নিয়োগপ্রত্যাশী ব্যক্তিরা নিয়োগ না পেয়ে বাইপাইল-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, সকালে চাকরিপ্রত্যাশী কিছু শ্রমিক ডিইপিজেডের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। খবর পেয়ে প্রায় আধাঘণ্টা পর শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদেরকে বুঝিয়ে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।