বাংলারজমিন
টাঙ্গাইলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
টাঙ্গাইল প্রতিনিধি
৮ জুলাই ২০২৫, মঙ্গলবারটাঙ্গাইলের ধনবাড়ীতে বাস এবং সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার ঢাকা-জামালপুর মহাসড়কের বাঘিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে ধনবাড়ী থানার ওসি এসএম শহীদুল্লাহ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস উপজেলার বাঘিল এলাকায় মধুপুরগামী একটি সিএনজি’র সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে এক যাত্রী নিহত হয়। আহত হয় বেশ কয়েকজন। পরে আহতদের ধনবাড়ী হাসপাতাল এবং মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসের চালক পলাতক রয়েছেন।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত
১
দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ
৩