ঢাকা, ২৫ মে ২০২৫, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

আওয়ামী লীগ সরকারের নীতিমালায় হ-য-ব-র-ল বেসরকারি মেডিকেল শিক্ষা

স্টাফ রিপোর্টার
২৫ মে ২০২৫, রবিবার
mzamin

আওয়ামী লীগ সরকারের সময়ে করা অটোমেশন পদ্ধতিতে ভর্তির প্রক্রিয়ার কারণে হ-য-ব-র-ল অবস্থা দেশের বেসরকারি মেডিকেল শিক্ষায়। আওয়ামী লীগ সরকারের সময়ে একটি সিন্ডিকেট এই অটোমেশন চালু করে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা চালিয়েছিল। তাদের করা এই নিয়মের কারণে এখন পুরো বেসরকারি মেডিকেল শিক্ষা খাত সমস্যায় পড়েছে। বেসরকারি মেডিকেল চালু হওয়ার পর সব ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তিতে পছন্দমতো মেডিকেল কলেজে মেধার ভিত্তিতে সুযোগ পেয়ে আসছিলেন। আগের ভর্তির নিয়ম অনুযায়ী সারা দেশে একসঙ্গে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতো। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেশের সরকারি মেডিকেল কলেজে ভর্তির পর পরই প্রাইভেট মেডিকেলে ভর্তির সুযোগ ছিল। এতে শিক্ষার্থীরা পছন্দমতো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারতেন। তিন বছর ধরে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির ব্যাপারে নতুন নিয়ম করা হয়। এই নিয়ম করার পরই শিক্ষার্থী ভর্তি কমতে শুরু করে। চলতি বছর বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ৭০০ এর বেশি সিট এখনো খালি রয়েছে। নতুন নিয়ম চালুর আগের তিন বছরে কোনো কলেজে কোনো সিট খালি ছিল না। গত তিন বছর ধরে পাসের সংখ্যা বাড়লেও গড়ে ২০ শতাংশ আসন খালি থাকছে। অটোমেশনে বলা হয়েছে, প্রতি সিটের বিপরীতে পাঁচজন করে শিক্ষার্থী নির্ধারণ করা থাকবে। সেক্ষেত্রে কমপক্ষে ৩৩,০০০ শিক্ষার্থী প্রাথমিক নিশ্চায়ন করার কথা। অথচ  চলতি শিক্ষাবর্ষে মাত্র ৭,৫০০ জন শিক্ষার্থী ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করে। এ কারণে ৭০০ এর বেশি আসন খালি পড়ে আছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জানান, কে কোথায় ভর্তির সুযোগ পাবেন তা লটারি নির্ধারণ করে। অনেকে বিভাগীয় ও জেলা শহরে পড়তে চান, ঢাকায় আসতে চান না, আবার অনেকে ঢাকায় থাকতে চান কিন্তু অটোমেশন শিক্ষার্থীদের এ সুযোগ দিতে পারছে না। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের নেতৃবৃন্দ জানিয়েছেন, বেসরকারি মেডিকেল কলেজ সেক্টর ধ্বংস করার নীলনকশা করা হয়েছিল আওয়ামী লীগের আমলে। এখনো এ ধারা অব্যাহত থাকা দুঃখজনক। পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বাস্থ্য বিভাগ নীতিমালা পর্যালোচনা করবে বলেও আশা করছেন তারা।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status