দেশ বিদেশ
একদিনে প্রায় ৮০০ যুদ্ধবন্দি মুক্তি দিলো রাশিয়া-ইউক্রেন
মানবজমিন ডেস্ক
২৫ মে ২০২৫, রবিবার
২০২২ সালের পর থেকে সর্বোচ্চসংখ্যক যুদ্ধবন্দি বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন। শুক্রবার উভয় দেশই ৩৯০ জন করে বন্দিকে মুক্তি দিয়েছে। এর মধ্যে ২৭০ জন সেনা ও ১২০ জন বেসামরিক বন্দি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এক সপ্তাহ আগে তুরস্কের ইস্তানবুলে হওয়া চুক্তির অংশ হিসেবে ওই বন্দিবিনিময় করলো দুই দেশ। উভয় দেশই ১ হাজার বন্দিবিনিময়ে সম্মতি দিয়েছে এবং আগামী দিনে আরও বেশি বন্দিবিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে, বিনিময়কৃত বন্দিদের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে কিয়েভের আক্রমণের সময় রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক ব্যক্তিরাসহ সামরিক ও বেসারিক নাগরিকরাও আছেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমরা আমাদের লোকদের বাড়িতে ফিরিয়ে আনছি। আরও বলেন, আমরা প্রতিটি ব্যক্তির পদবি, প্রতিটি বিবরণ যাচাই করছি। ইউক্রেনের যুদ্ধবন্দিদের জন্য সমন্বয় দপ্তর জানিয়েছে যে, ২৭০ জন ইউক্রেনীয় সেনা কিয়েভ, চেরনিভ এবং সুমি থেকে শুরু করে দোনেৎস্ক, খারকিভ ও খেরসন পর্যন্ত যুদ্ধ করেছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার মুক্তি পাওয়া ৩৯০ জনের মধ্যে ৩ জন নারী আছেন। এছাড়া ২০২২ সাল থেকে আটক এমন কিছু সৈন্যও আছেন। এদিকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বন্দিবিনিময়ের বিষয়ে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।