দেশ বিদেশ
শনিবার খোলা অফিসে ছিল না সেবাপ্রার্থীদের ভিড়
স্টাফ রিপোর্টার
২৫ মে ২০২৫, রবিবারআসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছেন টানা ১০ দিনের ছুটি। আগামী ৫ই জুন থেকে শুরু হয়ে ১৪ই জুন পর্যন্ত চলবে এই ছুটি। দীর্ঘ ছুটির সুবিধা দিতে ১৭ই মে ও ২৪শে মে- এই দুই শনিবার সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয় সরকার। ছুটির সমন্বয় করতে এ দু’দিন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অফিস করতে হয়েছে। তবে, শনিবার অফিস খোলা থাকলেও সরকারি বিভিন্ন অফিসগুলোতে ছিল না সেবা নিতে আসা গ্রাহকদের ভিড়। নাগরিক সেবা গ্রহণে আগত মানুষের উপস্থিতি ছিল খুবই সীমিত।
সরজমিন বিভিন্ন অফিস ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনে দুপুরের দিকে যেখানে সরকারি অফিসগুলোতে গ্রাহকের উপচেপড়া ভিড় দেখা যায়, সেখানে শনিবারের চিত্র ছিল একেবারেই ভিন্ন। রাজধানীর বেশির ভাগ অফিস ভবনেই ছিল সুনশান নীরবতা, ছিল না সেবা নিতে আসা গ্রাহকদের ভিড়। দুপুর সাড়ে ১২টায় রাজউকে এসেছেন ব্যবসায়ী রাসেল হোসেন। তিনি বলেন, আমি প্লট বরাদ্দ সংক্রান্ত তথ্য জানতে এসেছি। শুরুতে ভাবিনি অফিস খোলা থাকবে। পরে সংবাদ মাধ্যমে জেনে এখানে এসেছি। অন্যান্য দিন ভিড় থাকলেও এদিন সেবা নিতে আসা নাগরিকদের সংখ্যা এতটাই কম ছিল যে ভবন অনেকটাই ফাঁকা। ওদিকে রাজধানীর অর্থনৈতিক প্রাণকেন্দ্র মতিঝিলেও দেখা গেছে একই চিত্র। ব্যাংকগুলোর প্রধান শাখাগুলোতে সাধারণত সপ্তাহের অন্যান্য দিনে গ্রাহকদের ব্যাপক উপস্থিতি থাকলেও শনিবার সেখানে ছিল না তেমন ভিড়। অন্যান্য দিন ভিড় থাকলেও গতকাল সেবা নিতে নাগরিকদের সংখ্যা এতটাই কম ছিল যে ব্যাংকগুলোতে অনেকটাই গ্রাহক শূন্য থাকতে দেখা গেছে। ক্যাশ কাউন্টারগুলোতে ভিড় দেখা যায়নি।
মতিঝিল সাউথইস্ট ব্যাংকের প্রিন্সিপাল কার্যালয়ে দুপুর ১১টায় গিয়ে দেখা যায়, কয়েকজন মাত্র গ্রাহক উপস্থিত ছিলেন। ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, শনিবার সাধারণত ব্যাংক বন্ধ থাকে, তবে সরকারি নির্দেশনায় খোলা থাকার কথা শুনে এসেছি টাকা তুলতে। ব্যাংকটির জেনারেল ব্যাংকিং ইনচার্জ মোহাম্মদ আবেদুজ্জামান বলেন, শনিবার গ্রাহক উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল। হয়তো অনেকে জানেন না যে আজ ব্যাংক খোলা, তাই অন্যান্য দিনের তুলনায় এদিন লেনদেন কম হচ্ছে। সরকার খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। অগ্রণী ব্যাংক কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, অন্যান্য দিনের তুলনায় আজকে গ্রাহক সংখ্যা কম। তাই লেনদেন কম হচ্ছে। গ্রাহকদের মধ্যে অনেকেই হয়তো জানেন না যে শনিবার ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে। গণপূর্ত অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। দীর্ঘ ছুটির আগে আমাদের কিছু বাড়তি কাজ করতে হচ্ছে, তবে, এতে আমরা ঈদে ১০দিন চাপমুক্তভাবে পরিবারকে সময় দিতে পারবো। আমাদের প্রতিদিনই প্রচুর কাজের প্রেসার থাকে। শুক্র-শনিবার হয়তো অফিসিয়ালি সাপ্তাহিক ছুটি কিন্তু যেহেতু আমরা প্রকল্পে কাজ করে থাকি এদিনও আমাদেরকে কাজ করতে হয়। রবিন হোসেন গণপূর্তের সিটি ডিভিশনে এসেছেন শিডিউল নিতে। তিনি বলেন, এখানে যেহেতু প্রকল্পের কাজগুলো হয় তাই এখানের সবাই জানে শনিবার অফিস খোলা থাকবে। তাই অন্যান্য দিনের মতো এদিনও ভিড় রয়েছে।
সবমিলিয়ে, শনিবার অফিস খোলা থাকলেও সাধারণ নাগরিকদের অংশগ্রহণ ছিল কম। তবে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আশা করছেন, ধীরে ধীরে এ বিষয়ে জনসচেতনতা বাড়লে ভবিষ্যতে এমন দিনে সেবা প্রদান কার্যক্রম আরও কার্যকর হবে।
এর আগে সরকার ৬ই মে এক নির্বাহী আদেশে জানায়, ঈদের আগে-পরে ১১ ও ১২ই জুন অতিরিক্ত ছুটি থাকবে। এতে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে ৫ই জুন থেকে ১৪ই জুন পর্যন্ত মোট ১০ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। এই দীর্ঘ ছুটির ভারসাম্য রক্ষা করতে দুইটি শনিবার ১৭ ও ২৪শে মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়।